বুধবার, ৮ জানুয়ারি ২০২৫ | ২৪ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

হেতাফেকে হারিয়ে বার্সার সঙ্গে ব্যবধান কমাল রিয়াল

ছবি: সংগৃহীত

চলমান লিগে টানা তিন জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের কাছে হেরে লা লিগায় দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ। শেষ ম্যাচে হেতাফের বিপক্ষে সহজ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে এবার ব্যবধান কমাল আনচেলত্তির দলটি।

সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার (১ ডিসেম্বর) লা লিগার ম্যাচটি ২-০ গোলে জিতেছে রিয়াল। জুড বেলিংহ্যাম দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়িয়েছেন কিলিয়ান এমবাপ্পে।

১৪ ম্যাচে ১০ জয়ে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। ১ পয়েন্ট বেশি নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা। যদিও তারা রিয়াল থেকে একটি ম্যাচ বেশি খেলেছে। ১৫ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তিনে অ্যাতলেটিকো।

পুরো ম্যাচে আধিপত্য দেখানো রিয়াল প্রথম হাফেই দুই গোল আদায় করে নেয়। ২৫ মিনিটে গোলের সুযোগ পেয়েছিল রিয়াল। তবে গোল হয়নি। তবে তার পাঁচ মিনিট পরই গোলের দেখা পায় লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। পেনাল্টি থেকে রিয়ালকে এগিয়ে দেন জুড বেলিংহ্যাম।

৩৮তম মিনিটে দ্বিতীয় গোলও পেয়ে যায় রিয়াল। বেলিংহ্যামের থ্রু পাস ধরে হেতাফের একজনকে কাটিয়ে দূর থেকে দারুণ এক গোল করেন কিলিয়ান এমবাপ্পে। যা লিগে এমবাপ্পের অষ্টম গোল।

দ্বিতীয় হাফে পুরোটা সময়ই একের পর এক আক্রমণ করে গেছে রিয়াল, তবে ফল পায়নি। ফলে ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আনচেলত্তির দল।

Header Ad
Header Ad

সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে সাইদুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় ধনপুর ইউনিয়নের গামারিতলা সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইদুল ইসলাম ধনপুর ইউনিয়নের গামারিতলা গ্রামের বাসিন্দা জয়নুল আবেদীনের ছেলে।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, সাইদুল ইসলাম অবৈধভাবে ভারত থেকে চিনি আনতে গেলে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি তার বুকে এবং তলপেটে লাগে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শফিকুল ইসলাম জানিয়েছেন, সাইদুল ইসলামের শরীরে দুটি বুলেটের চিহ্ন পাওয়া গেছে। তাকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।

এই ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

Header Ad
Header Ad

একনেক সভায় ৪ হাজার ২৪৬ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন

ছবি: সংগৃহীত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৪ হাজার ২৪৬ কোটি ৭২ লাখ টাকার ১০টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ৬৩২ কোটি ১ লাখ টাকা, প্রকল্প ঋণ ২০৫ কোটি ৭৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৪০৮ কোটি ৯২ লাখ টাকা।

আজ বুধবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-রংপুর বিভাগীয় সদর দপ্তর নির্মাণ, সরকারি কর্মচারী হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধিকরণ, উত্তরাঞ্চলের সুবিধাবঞ্চিত এলাকায় প্রাণিসম্পদ উন্নয়ন, মুজিবনগর সেচ উন্নয়ন, রাজশাহী কৃষি উন্নয়ন, পদ্মা নদীর তীর সংরক্ষণ, মসলিন কাপড় পুনরুদ্ধার এবং আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্প।

অন্যদিকে, অর্থ মন্ত্রণালয়ের অধীন চট্টগ্রাম কর ভবন নির্মাণ, মোংলা বন্দরের জন্য ড্রেজিং ও জলযান সংগ্রহ, ডাল ও তৈলবীজ উৎপাদন প্রকল্প, ভূ-উপরিস্থ পানি ব্যবস্থাপনা, আয়রন ব্রিজ পুনর্নির্মাণ, কূপ খনন, বৌদ্ধধর্মীয় বিহার নির্মাণ এবং আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণ প্রকল্পও অনুমোদিত হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং পরিকল্পনা কমিশনের সদস্যরা। এসব প্রকল্প দেশের অবকাঠামো উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

Header Ad
Header Ad

বিরামপুরে শীতার্তদের মাঝে সেনাবাহিনীর কম্বল বিতরণ

ছবি : ঢাকাপ্রকাশ

দিনাজপুরের বিরামপুরে বুধবার (৮ জানুয়ারি) বিকেল ৪টায় জোতবানী ইউনিয়নের চাকুল নারুলী নুরুল হুদা হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর অঞ্চলের খোলাহাটি ক্যান্টনমেন্টের ৭ হর্স ইউনিটের উপ-অধিনায়ক ও মধ্যপাড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর এস এম আশিক-উজ-জামান, উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন, খোলাহাটি ক্যান্টনমেন্টের ৭ হর্স ইউনিটের ক্যাপ্টেন রায়হান-উল-হাসান এবং জোতবানী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক উপস্থিত থেকে এই কম্বল বিতরণ করেন।

এ সময় স্থানীয় দরিদ্র, বৃদ্ধ ব্যক্তি এবং দুটি এতিমখানার মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে উন্নতমানের ২০০টি কম্বল বিতরণ করা হয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
একনেক সভায় ৪ হাজার ২৪৬ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন
বিরামপুরে শীতার্তদের মাঝে সেনাবাহিনীর কম্বল বিতরণ
এস আলমের দুই ছেলসহ ৫৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা
উদ্যোক্তা হিসেবে সাফল্যের অমূল্য হাতিয়ার ‘স্টোরিটেলিং’
৩২ কোটি টাকার তদবির বাণিজ্য নিয়ে যা বললেন সমন্বয়ক রাফি
ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ!
ব্রাজিল থেকে এলো না ৪৯৫ টাকা কেজি মাংস
এ বছর থেকেই এমপিওভুক্ত শিক্ষকদের বদলি শুরু: শিক্ষা উপদেষ্টা
কানাডাকে যুক্ত করে যুক্তরাষ্ট্রের নতুন মানচিত্র প্রকাশ করলেন ট্রাম্প
জ্বিনের মাধ্যমে গর্ভধারণের আশ্বাস, ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে আলামিন
শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো ভালোভাবে নেয়নি জনগণ: রিজভী
হাসিনার নির্ঘুমের কারণ ছিল কুমিল্লা : হাসনাত আবদুল্লাহ
সৌদি আরবে ভয়াবহ বন্যা, হাই রেড অ্যালার্ট জারি
নওগাঁয় সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা
এতো বড় বড় সংস্কার দরকার নেই, নির্বাচনের তারিখ ঘোষণা করুন
ঢাকা-১০ আসনের সাবেক এমপি মহিউদ্দিন গ্রেফতার
খেজুর গুড়ে ভেজাল না মেশানোর শপথ নিলেন গাছিরা
বঙ্গমাতার পরিবর্তে আবু সাঈদের নামে বিএসএমএমইউ কনভেনশন সেন্টার
ফাজলামি পাইছেন, ২ তালায় বলে ৪ তালায় তুলছেন: সাবেক খাদ্যমন্ত্রী