আবারো শীর্ষস্থান ফিরে পেলেন আফ্রিদি
শাহিন শাহ আফ্রিদি। ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার বিপক্ষে বহুল প্রতীক্ষিত সিরিজে বল হাতে আগুন ঝরিয়ে আইসিসি র্যাঙ্কিংয়েও পুরস্কার পেলেন এবার পাকিস্তানের পেসাররা। ওয়ানডে বোলারদের মধ্যে ফের শীর্ষ স্থানে ফিরলেন শাহিন শাহ আফ্রিদি। ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে উঠলেন হারিস রউফ।
পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার প্রকাশ করেছে আইসিসি। টি-টোয়েন্টি বোলারদের তালিকায় বড় লাফ দিয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
প্রায় ২২ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে ওয়ানডে সিরিজ জয়ে তিন ম্যাচে ৮ উইকেট নিয়ে বড় অবদান রাখেন আফ্রিদি। এর সৌজন্যে তিন ধাপ এগিয়ে শীর্ষে উঠে গেছেন বাঁহাতি পেসার। গত বছর ওয়ানডে বিশ্বকাপ চলাকালে প্রথমবার এক নম্বরে উঠেছিলেন তিনি।
আফ্রিদির ঝুলিতে এখন ৬৯৬ রেটিং পয়েন্ট। এটিই তার ক্যারিয়ার সেরা। এছাড়া সিরিজে ১০ উইকেট নিয়ে ১৪ ধাপ এগিয়েছেন রউফ। আপাতত ৬১৮ রেটিং নিয়ে ১৩ নম্বরে তার অবস্থান। রেটিং ও র্যাঙ্কিং- দুটিই তার ক্যারিয়ার সেরা।
বোলারদের সেরা দশে রদবদল আছে কিছু। ৫ ধাপ পিছিয়ে ৯ নম্বরে নেমে গেছেন অ্যাডাম জ্যাম্পা। জশ হেইজেলউড ৩ ধাপ পিছিয়ে নেমেছেন দশে। ফলে এগিয়েছেন বার্নার্ড শুলজ, জাসপ্রিত বুমরাহ, ট্রেন্ট বোল্ট, মোহাম্মদ সিরাজরা।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। দুই ধাপ এগিয়ে দশ নম্বরে উঠেছেন ওয়েস্ট ইন্ডিজের শেই হোপ।
এছাড়া পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান দুই ধাপ এগিয়ে নাজমুল হোসেন শান্তর সঙ্গে যৌথভাবে ২৩ নম্বরে।
অলরাউন্ডারদের তালিকায় আগের মতোই এক নম্বরে মোহাম্মাদ নাবি। ২ ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠেছেন তার সতীর্থ আজমাতউল্লাহ ওমারজাই। এক ধাপ এগিয়ে এখন তিন নম্বরে আরেক আফগান অলরাউন্ডার রাশিদ খান।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়েও আছে বেশ কিছু পরিবর্তন। ব্যাটসম্যানদের তালিকায় সেরা দশের ভেতরে এক ধাপ করে এগিয়েছেন ফিল সল্ট, জস বাটলার ও নিকোলাস পুরান। আপাতত দুই নম্বরে সল্ট, বাটলার ছয় ও পুরানের অবস্থান দশম।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ সেঞ্চুরি করে ২৭ ধাপ এগিয়ে ৩৯ নম্বরে উঠেছেন সাঞ্জু স্যামসন। এছাড়া রিজা হেন্ড্রিকস দুই ধাপ এগিয়ে ১২ ও ট্রিস্টান স্টাবস ১২ ধাপ এগিয়ে ২৬ নম্বরে উঠেছেন।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ট্রাভিস হেড।
টি-টোয়েন্টি বোলারদের মধ্যে ৪ ধাপ এগিয়ে ২ নম্বরে উঠেছেন হাসারাঙ্গা। শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক করে ১০ ধাপ এগিয়ে ১৫ নম্বরে উঠেছেন লকি ফার্গুসন। বোলিং র্যাঙ্কিংয়ে এক নম্বরে আদিল রাশিদ।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই এক নম্বরে লিয়াম লিভিংস্টোন। এছাড়া হাসারাঙ্গা ১ ধাপ এগিয়ে পঞ্চম ও রোমারিও শেফার্ড ৪ ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠেছেন।