সাফজয়ী নারী দলকে ১ কোটি টাকা পুরস্কার দিল ক্রীড়া মন্ত্রণালয়
সাফজয়ী নারী দলকেে ১ কোটি টাকা পুরষ্কার দিলেন ক্রীড়া উপদেষ্টা। ছবি: সংগৃহীত
টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা বাংলাদেশ দলকে বড় অঙ্কের আর্থিক পুরস্কার দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বাফুফে ভবনে দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে এক কোটি টাকার পুরস্কারের চেক তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ট্রফি নিয়ে দেশে ফেরার পর ছাদ-খোলা বাসে চড়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) পৌঁছায় মেয়েরা।
যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে নারীদের এক কোটি টাকা প্রদান করা হচ্ছে। মাননীয় প্রধান উপদেষ্টা নারী দলের সঙ্গে সাক্ষাৎ করবে শনিবার। আমরা নারী ফুটবলের উন্নয়নের সঙ্গী হিসেবে রয়েছি।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতোমধ্যে ২০ লাখ টাকা বোনাস ঘোষণা করেছে। ক্রিকেট বোর্ডের এই ঘোষণাকে অত্যন্ত সাধুবাদ জানিয়ে বলেন, আমরা চাই ফুটবল-ক্রিকেট বোর্ডের মধ্যে সুসম্পর্ক থাকুক। ক্রিকেট বোর্ডের এই পুরস্কার ঘোষণা ইতিবাচক দিক। আগে শুনেছি ফুটবল ফেডারেশনের সঙ্গে মন্ত্রণালয়-এনএসসি, বিসিবির সম্পর্ক সাপেনেউলে। এখন অবশ্য সেই রকম নেই। আমরা চাই ফুটবল-ক্রিকেট সুন্দর সম্পর্কের মাধ্যমে সুন্দর ক্রীড়া পরিবেশ।
বাংলাদেশের নারী ফুটবলাররা অত্যন্ত সীমিত সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। সাফে খেলতে যাওয়ার আগে তাদের এক মাসের বেতন বকেয়া ছিল। বেতনের অঙ্কও খুব কম। এই বৈষম্য নিরসনের ব্যাপারে উপদেষ্টা বলেন, শুধু নারী ফুটবল, ক্রিকেটে এই সমস্যা রয়েছে। এই বিষয় নিয়ে ইতোমধ্যে বিসিবির সাথে কথা হয়েছে। বাফুফের সাথে আলোচনা হবে। অবশ্যই এই বৈষম্য দূর করতে হবে। ক্রিকেট ও ফুটবল আইসিসি এবং ফিফার গাইডলাইন অনুসরণ করেই আমরা নারীদের অধিকার রক্ষায় বিসিবি ও বাফুফের সঙ্গে কাজ করব।
নারীদের সঙ্গে ক্রীড়া উপদেষ্টার এটাই প্রথম বৈঠক। নারীদের পক্ষ থেকে কোনো চাওয়া ছিল কিনা এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, তাদের সব সময় একটাই চাওয়া থাকে সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং ম্যাচ খেলার। আমরা বলেছি নারী ফুটবলে উন্নয়নে ক্রীড়া মন্ত্রণালয় পাশে থাকবে। তাদের চাহিদা ও অভাব পূরণে কাজ করবে।
যুব ও ক্রীড়া উপদেষ্টা সাংবাদিকদের ব্রিফ করে বেরিয়ে যাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নব নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান। তিনি বিগত কমিটির ফিন্যান্স চেয়ারম্যানও ছিলেন। মেয়েদের বেতন বকেয়া নিয়ে তার বক্তব্য, গত বছর থেকে মেয়েরা বেতন কাঠামোতে এসেছে। এই বেতনটি অনিয়মত রয়েছে। আমরা দ্রুতই বকেয়া বেতন পরিশোধ করব এবং সামনে আর কোনো বেতন বকেয়া পড়বে সেভাবে কাজ করব। বিগত সময়েও বেতন বকেয়া পড়াটা দুঃখজনক।
এদিন চ্যাম্পিয়নদের শুভেচ্ছা জানাতে বিকেল সোয়া পাঁচটা থেক অপেক্ষায় ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সাবিনারা আসার পর বাফুফের তৃতীয় তলায় কনফারেন্স রুমে যান উপদেষ্টা। সেখানে খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপদেষ্টা। তার সঙ্গে ছিলেন মন্ত্রণালয় ও এনএসসির কর্মকর্তারা।
এদিকে শনিবার (৩১ অক্টোবর) টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রসঙ্গত, বুধবার (৩০ অক্টোবর) সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে নেপালের বিপক্ষে বাংলাদেশ ২-১ গোলে জয়লাভ করে। বাংলাদেশের হয়ে গোল দুটি করেন মনিকা চাকমা ও ঋতুপর্ণা। নেপালের হয়ে একমাত্র গোলটি করেন ফরোয়ার্ড আমিশা। এ নিয়ে ৬ বার হৃদয় ভাঙল নেপালের। গত আসরেও তারা বাংলাদেশের কাছে শিরোপা হারিয়েছিল।