শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ | ১ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

বুকে ক্যামেরা নিয়ে খেলবেন মেসি, লাইভ হবে টিকটকে

ঢাকাপ্রকাশ গ্রাফিক্স

ইনজুরি কাঁটিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তনে দীর্ঘ দিন পর মাঠে ফিরেছেন লিওনেল মেসি। কয়েকদিন আগে দেশের হয়ে করেছেন হ্যাটট্রিকও। এবার এই কিংবদন্তি ফুটবলারকে নিয়ে নতুন উদ্যোগ নিয়েছে মেজর লিগ সকার কর্তৃপক্ষ এবং তার ক্লাব ইন্টার মায়ামি।

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার কাপের প্রতি ম্যাচে মেসির বুকে থাকবে একটি ক্যামেরা। সেই ক্যামেরার ফুটেজ লাইভ স্ট্রেমিং করে দেখানো হবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটিকে।

শনিবার (২৬ অক্টোবর) নিজেদের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে মেজর লিগ সকার কর্তৃপক্ষ। এমএলএস এবং ইন্টার মায়ামির অফিসিয়াল টিকটকে চলবে সেই লাইভ।

মেজর লিগ সকার কর্তৃপক্ষ এর নাম দিয়েছে ‘দ্য প্লেয়ার্স স্পটলাইট’। তবে মেসি ভক্তদের অনেকেই এটাকে ‘মেসি ক্যাম’ বলে ডাকছেন।

এই উদ্যোগের লক্ষ্য হলো, শুধু ভক্তদের তাদের প্রিয় তারকার আরও কাছাকাছি নিয়ে আসা। ফুটবলের উপস্থাপনায় একটি মাইলফলক হতে পারে এমএলএসের এই উদ্যোগ। যেখানে সোশ্যাল মিডিয়া এবং প্রযুক্তিকে এক এক করে ফুটবলের সম্প্রচারে সফলভাবে সংযুক্ত করা হচ্ছে।

মেসি যখন দৌড়াবেন, গোল করবেন, অ্যাসিস্টের জন্য বল বাড়িয়ে দিবেন বা উদযাপন করবেন তখন তিনি কি দেখেন তা দেখতে পাবে সমর্থকরা। এই কিংবদন্তির ভিশন বা ফিল স্ক্যানিং নিয়ে ফুটবলপ্রেমিদের কৌতুহলের শেষ নেই। তাদের মনের খোরাক মেটাবে এই মেসি ক্যাম।

Header Ad

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল

ছবি: সংগৃহীত

সরকার সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ৬০ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গতকাল, ১৫ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মানসুর হোসেন শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদুর্ব্ধ কর্মকর্তা, পাশাপাশি কোস্টগার্ড এবং বিজিবি-তে প্রেষণে কর্মরত সামরিক কর্মকর্তাদের সারা বাংলাদেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এটি ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর বিভিন্ন ধারায় ক্ষমতা প্রদান করে, যা ৬০ দিন পর্যন্ত কার্যকর থাকবে।

এই ক্ষমতা দেয়া হয়েছে ফৌজদারি কার্যবিধি এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অধীনে।

এছাড়া, ১৭ সেপ্টেম্বর সেনাবাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছিল এবং এর পরবর্তী সময়ে ৩০ সেপ্টেম্বর নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তাদেরও এই ক্ষমতা দেয়া হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মানসুর হোসেন জানান, ১৭ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে সংশোধন এনে ‘সেনাবাহিনী’ শব্দটি পরিবর্তন করে ‘সশস্ত্র বাহিনী’ শব্দটি যোগ করা হয়েছে। তবে নতুন কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি, আগের প্রজ্ঞাপনেরই সংশোধন করা হয়েছে।

Header Ad

২১ নভেম্বর ঢাকা সেনানিবাস এলাকায় যান চলাচল সীমিত থাকবে

ছবি: সংগৃহীত

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী ২১ নভেম্বর (বৃহস্পতিবার) ঢাকা সেনানিবাস এলাকায় যান চলাচল সীমিত থাকবে। সেনানিবাসে আয়োজিত বিভিন্ন কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়কে যানজট এড়াতে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

--- সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত
--- দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত

এই সময়গুলোতে সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তি এবং আমন্ত্রিত অতিথিদের যানবাহন ছাড়া অন্য সব যানবাহন চলাচল পরিহার করতে অনুরোধ করেছে আইএসপিআর।

সেনানিবাস এলাকায় যানজটমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এবং নিরাপত্তাজনিত কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়।

আইএসপিআর সেনানিবাসের আশপাশের এলাকায় যাতায়াতের বিকল্প পথ ব্যবহার করতে নগরবাসীকে অনুরোধ জানিয়েছে। অনুষ্ঠানের সফল বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।

Header Ad

সরকার পরিচালনায় অদক্ষতা জনগণ মেনে নেবে না: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মন্তব্য করেছেন, সরকার পরিচালনায় অদক্ষতা স্পষ্ট হলে জনগণ তা মেনে নেবে না। শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের তৃতীয় জাতীয় কাউন্সিলে ভার্চ্যুয়াল বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, "বর্তমান অন্তর্বর্তী সরকার বিধ্বস্ত অবস্থায় দায়িত্ব নিয়েছে। গত ১৫ বছরের জঞ্জাল তিন মাসে দূর করা সম্ভব নয়। তবে সরকার পরিচালনায় অদক্ষতা সামনে এলে জনগণ তা মেনে নেবে না।"

তিনি আরও উল্লেখ করেন, "পতিত স্বৈরাচারের দোসররা সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র করছে। তবে জনগণের সঙ্গে সরকারের সুসম্পর্ক থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না।"

ভোটের অধিকার নিয়ে কথা বলতে গিয়ে তারেক রহমান বলেন, "জনগণের রায় ছাড়া রাষ্ট্র পরিচালনার বৈধতা নেই। জনগণ আশা করে তারা নির্ভয়ে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবে। সরকারের উচিত জনগণের ওপর আস্থা রাখা।"

টেক্সটাইল খাতের দুর্নীতি ও সমস্যার দিক তুলে ধরে তিনি বলেন, "টাকা পাচার এবং দুর্নীতির কারণে এই খাত আজ বিপর্যস্ত। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ১০০% রপ্তানিযোগ্য পণ্যের ব্যাক-টু-ব্যাক এলসি ব্যবস্থা করবে।"

তারেক রহমান মন্তব্য করেন, "রাজনীতি রুগ্ন হলে অর্থনীতিও রুগ্ন হয়। গত ১৫ বছরে মাফিয়া সরকার দেশকে ঋণনির্ভর করে ফেলেছে। এ থেকে বেরিয়ে আসতে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে হবে এবং এ সংক্রান্ত জটিলতা দূর করতে হবে।"

জুলাই-আগস্টের আন্দোলনে আহতদের চিকিৎসা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, "আহতদের চিকিৎসা অগ্রাধিকার তালিকায় নেই, যা লজ্জার। বাজার সিন্ডিকেট ও পণ্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতাও জনগণের জন্য অগ্রহণযোগ্য।"

তারেক রহমান বলেন, "বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। দক্ষ শ্রমশক্তি গড়ে তোলা বিএনপির অন্যতম লক্ষ্য। আমাদের ৩১ দফা পরিকল্পনা ভবিষ্যতের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সহায়তা করবে। জনগণের জীবনমান উন্নয়নই আমাদের একমাত্র লক্ষ্য।"

এ সময় তিনি দেশের বর্তমান সংকট থেকে উত্তরণে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দেন এবং বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনার কথা উল্লেখ করেন।

Header Ad

সর্বশেষ সংবাদ

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল
২১ নভেম্বর ঢাকা সেনানিবাস এলাকায় যান চলাচল সীমিত থাকবে
সরকার পরিচালনায় অদক্ষতা জনগণ মেনে নেবে না: তারেক রহমান
ভবিষ্যতে কেউ টাকা পাচার করলে ধরা পড়বে: অর্থ উপদেষ্টা
এখনই সন্তান নিতে চাননি কাঞ্চন, শোনেননি শ্রীময়ী
যত দ্রুত নির্বাচন, ততই জনগণের কল্যাণ: মির্জা ফখরুল
টিকটকার মুন্নি হত্যা: গণধর্ষণের পর হত্যার প্রকৃত রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২
আফ্রিদির বিয়ের পর দীঘি বললেন ‘আল্লাহ বাঁচিয়েছে’
জানা গেল পুরুষদের নিঃসন্তান থাকার পেছনে আসল কারণ
যেভাবে শাহরুখের দেখা পেলেন বাংলাদেশি ভক্ত
ইউটিউবারের কাছে হারলেন বক্সিং কিংবদন্তি মাইক টাইসন
উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগে আলোচনা হয়নি : সমাজকল্যাণ উপদেষ্টা
নবান্ন উৎসবে মুখরিত চারুকলা
পল্লবীতে ২ ছেলেকে গলা কেটে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা
বাড়ছে শীতের প্রকোপ, ১৫ ডিগ্রির ঘরে তাপমাত্রা
পরিচালকের নেশা মিশ্রিত চকোলেট খেয়ে বিপাকে অভিনেত্রী
ডেনমার্ককে খাদের কিনারায় রেখে গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন
হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হচ্ছেন ক্যারোলিন লেভিট
ন্যায়বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টা
সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম মারা গেছেন