শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ | ৬ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

মেসির হ‍্যাটট্রিকে আর্জেন্টিনার গোল উৎসব

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত ছন্দেই ছিল আর্জেন্টিনা। তবে সবশেষ দুই ম্যাচ একেবারেই ভালো যায়নি বিশ্ব চ্যাম্পিয়নদের। টানা ১২ ম্যাচ জয় তুলে নেয়া দলটি গেল মাসে হেরে বসে কলম্বিয়ার কাছে। এর ঠিক এক মাস পর, ভেনেজুয়েলার মুখোমুখি হয়েও জয়ের দেখা পায়নি লিওনেল স্কালোনির দল।

টানা দুই ম্যাচের হতাশা কাটিয়ে বিশ্বচ্যাম্পিয়নরা ঘুরে দাঁড়িয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের মতোই। বুধবার ১৬ অক্টোবর ভোরে ঘরের মাঠে বলিভিয়াকে ৬-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা। হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। একটি করে গোল পেয়েছেন জুলিয়ান আলভারেজ, আলমাদা এবং লাউতারো মার্টিনেজ।

এস্তাদিও মাস মনুমেন্টালে ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণে রেখে খেলেছে আর্জেন্টিনা। একের পর এক আক্রমণে দিশেহারা ছিল বলিভিয়া। ১৯ মিনিটের মাথায় এগিয়ে যায় আর্জেন্টিনা। লাউতারো মার্টিনেজের অ্যাসিস্টে দারুণ এক গোলে দলকে লিড এনে দেন মেসি।

ম্যাচের ৪৩ মিনিটে আবারও মেসি-মার্টিনেজ জুটি। তবে এবার গোল করেন মার্টিনেজ। মাঝমাঠ থেকে বল পেয়ে ডি-বক্সের ভেতরে ঢুকে পড়েন মেসি। তবে সেখানে মার্টিনেজ পাস দেন। বল পেয়ে ফাঁকা জালে গোল দিয়ে লিড দ্বিগুণ করেন ইন্টার মিলানের এই স্ট্রাইকার। বিরতির ঠিক আগে মেসির আরেকটি দুর্দান্ত অ্যাসিস্টে বল জালে জড়ান হুলিয়ান আলভারেজ। ৩-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর হয়ে ওঠেন মেসিরা। ৬৯ মিনিটে দলের হয়ে চতুর্থ গোল আসে থিয়াগো আলমাদার পা থেকে। এই গোলে অ্যাসিস্ট ছিল মলিনার। এরপর শুধুই মেসি ঝলক। দুই মিনিটে দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টিনার অধিনায়ক।

৮৪ মিনিটে মাঝমাঠ থেকে পালাসিওসের কাছ থেকে পাস পেয়ে বলিভিয়ার দুই খেলোয়াড়কে কাটিয়ে গোল করেন মেসি। তার দুই মিনিটে পরই ডি-বক্সের ঠিক বাইরে থেকে নিকো পাজের ব্যাক পাস থেকে দারুণ এক গোল করেন নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। আর্জেন্টিনার জার্সি গায়ে এটি মেসির দশম হ্যাটট্রিক।

বলিভিয়া এই ম্যাচে বলার মতো কোন গোলের সুযোগই তৈরি করতে পারেনি। শেষ পর্যন্ত ৬-০ গোলের বিশাল জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। ১০ ম্যাচে ৭ জয় ও ১ ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আর্জেন্টিনা। ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে কলম্বিয়া।

Header Ad
Header Ad

পাকিস্তানে জঙ্গি হামলায় ১৬ সেনা নিহত

ছবি: সংগৃহীত

আফগান সীমান্তের কাছে পাকিস্তানের একটি সেনা চৌকিতে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত ১৬ জন সেনা। এছাড়াও গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।

শনিবার (২১ ডিসেম্বর) দুই গোয়েন্দা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এএফপি এ খবর জানায়।

নাম প্রকাশ না করার শর্তে একজন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা এএফপিকে বলেন, ৩০ জনেরও বেশি জঙ্গি খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মাকেন এলাকায় একটি সেনা পোস্টে এ হামলা চালায়। জঙ্গিদের আক্রমণে ১৬ সেনা শহীদ এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

তিনি আরো বলেন, জঙ্গিরা চেকপয়েন্টে থাকা বেতার যোগাযোগের সরঞ্জাম, নথি এবং অন্যান্য জিনিসপত্রে আগুন ধরিয়ে দিয়েছে।

Header Ad
Header Ad

বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত সচিব ইসমাইল বিমানবন্দরে গ্রেপ্তার

সচিব ইসমাইল হোসেন। ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত সচিব ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তাকে আজ শনিবার ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসমাইল হোসেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) ১১তম ব্যাচের সদস্য এবং সাবেক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ছিলেন।

বিমানবন্দরের গোয়েন্দা সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে এসেছিলেন সাবেক সচিব ইসমাইল হোসেন। পরে তাকে শুক্রবার রাতে আটক করে গোয়েন্দা পুলিশ। আটকের পর ডিবি কার্যালয়ের নিয়ে তার পিসিপিআর যাচাই-বাছাই করা হয়। পরবর্তীতে ডিবির সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টারের যুগ্ম কমিশনার মোহাম্মদ রিয়াজুল হক (উত্তর) ও সৈয়দ হারুন অর রশীদ (দক্ষিণ) রাতে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন।

বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, সন্দেহজনকভাবে সাবেক সচিব ইসমাইল হোসেনকে আটকের পর তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরবর্তীকালে দেশের কোথাও কোনো মামলা রয়েছে কি না, সেটা যাচাই-বাছাই চলছে। যদি কোনো মামলা পাওয়া যায়, তাহলে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে। জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Header Ad
Header Ad

হামজাকে নিয়ে যা বললেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল

ফুটবলার হামজা চৌধুরী এবং বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। ছবি: সংগৃহীত

দেশের ফুটবলে এমন সুসংবাদ শোনার অপেক্ষা ছিল দীর্ঘদিনের। গেল কয়েক বছর ধরে এ বিষয়ে নানা আলোচনার পাশাপাশি ফিফার সঙ্গে চিঠি চালাচালি চালিয়েছে বাফুফে। অবশেষে তাদের প্রচেষ্টা সফল হয়েছে। সেই সাফল্যের খবরে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই দেশের ফুটবল সমর্থকদের মধ্যে বইছে আনন্দের বন্যা।

এদিন লাল-সবুজের জার্সি গায়ে জড়িয়ে খেলার জন্য ফিফার অনুমতি পেয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। এমন খবর পাওয়ার পর সমর্থকদের মতো বাফুফের সভাপতি তাবিথ আউয়ালও দারুণ খুশি হয়েছেন। রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে হামজাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। এরপর শুত্রবার সকালে বাফুফে সভাপতি গুলশানের নিজ বাসায় গণমাধ্যমের সামনে হামজা ও দেশের ফুটবলের বর্তমান ও ভবিষ্যৎসহ নানা দিক নিয়ে কথা বলেন।

লেস্টার সিটির মিডফিল্ডার হামজাকে বাংলাদেশে অন্তর্ভুক্তি তাবিথের কাছে বেশ ইতিবাচক। তিনি মনে করেন, এর মধ্য দিয়েই প্রবাসী বাংলাদেশি খেলোয়াড়রা আসার অনুপ্রেরণা পাবেন। তিনি বলেন, 'আশা করছি, হামজা চৌধুরীর মতো অন্য প্রবাসী যারা খেলছেন, তাদের চিহ্নিত করে আমরা বাংলাদেশের হয়ে খেলার জন্য অনুপ্রাণিত করতে পারব।'

গত দেড় বছর ধরে বাফুফের সংস্পর্শে রয়েছেন হামজা বিষয়টি জানিয়ে তিনি আরও বলেন, হামজার সঙ্গে বাফুফের দেড় বছর ধরে কথা চলছে। তার সঙ্গে আমার সরাসরি কথা হয়নি। তবে সামনের দিকে সরাসরি বসব। প্রস্তুতি নিচ্ছি, এরই মধ্যে আরও দুয়েক জন খেলোয়াড় পাওয়া যায় কি না। সব প্রস্তুতি নিয়ে হামজার সঙ্গে বসার চিন্তা করছি।

হামজা ক্যারিয়ারের শুরু থেকেই ইংল্যান্ডে রয়েছেন। প্রিমিয়ার লিগে খেলার পাশাপাশি তিনি খেলেছেন দেশটির অনূর্ধ্ব ২১ দলের হয়েও। যেখানে তার সতীর্থ হিসেবে ছিলেন ইংল্যান্ডের তারকা ফুটবলার ফিল ফোডেনও। সেখানকার ফুটবল আর এখানকার ফুটবল আকাশ পাতাল তফাৎ। তাই এমন একজন ফুটবলার হঠাৎ এসে দেশের ফুটবলের সঙ্গে মানিয়ে নেওয়া বেশ কঠিন হতে পারে।

তবে বাফুফে সভাপতি মনে করেন, হামজার সেই সামর্থ্য রয়েছে। তিনি বলেন, পেশাদার ফুটবলারদের সামর্থ্য আছে সব জায়গায় মানিয়ে নেওয়ার। আমাদের খেলোয়াড়দেরও তা আছে। বিদেশেও যারা খেলেন তাদেরও সেই সামর্থ্য আছে। আসলে দেখার বিষয়, যেখানে খেলব সেই ভেন্যুতে, সেখানে মানিয়ে নিতে পারেন কি না। বিশেষ করে অ্যাওয়ে ম্যাচগুলোতে কীভাবে মানিয়ে নেবেন সেটি নিয়ে আমাদের পরিকল্পনা আছে। কাজ করব।

এ সময় জাতীয় দলের বর্তমান দুই তারকা খেলোয়াড় জামাল ভূঁইয়া ও তারেক কাজীর উদাহরণ দিয়ে তাবিথ আরও বলেন, অতীতে এসেছিলেন জামাল ভূঁইয়া। ও তারিক কাজী। অন্য লিগ থেকে। তারা ধাপে ধাপে এখানে পরিচিত হয়েছেন। তাদের দেখে আমরা হামজা পর্যন্ত এসে পৌঁছেছি। এটি আমাদের অর্জন। তাকে পেয়েছি। টপ খেলোয়াড় সে। এখন তাকে কীভাবে খেলাব তা জাতীয় টিমস কমিটি দেখবে। এ ছাড়া কোচের ওপর নির্ভর করছে অনেক কিছু।

হামজার মাধ্যমে ভবিষ্যতে দেশের অনেক ফুটবলারের ইউরোপীয়ান ক্লাবে সুযোগ পাওয়ার ও পথ খুলবেও মনে করেন তাবিথ। তিনি বলেন, আমরা সাবেক অধিনায়কদের সঙ্গে কথা বলেছি (হামজার প্রসঙ্গে)। রানিং খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি। তাদের কাছ থেকে জোরালোভাবে সাড়া পাচ্ছি। তারাও চাইছেন ভালো খেলোয়াড়দের সঙ্গে খেলতে। যেন আন্তর্জাতিক অঙ্গনে শক্তিশালী দল গঠন করে ভালো ফুটবল খেলা যায়, পরিবেশ তৈরি হয়। সাফল্য পাওয়া যায়। শুধু তারাই দেশের হয়ে খেলবেন তা নয়, লোকাল খেলোয়াড়রাও বিদেশিদের (হামজা) মাধ্যমে বাইরে খেলার সুযোগ পাবেন। এটাও হতে পারে।

এ সময় হামজা দলে যোগ দিলে বাংলাদেশ আরো অনেক শক্তিশালী হবে। পাশাপাশি তিনি অন্যদের জন্য অনুপ্রেরণা জোগাবেন উল্লেখ করে তিনি বলেন, অনেক আশা। দল অনেক শক্তিশালী হবে। ডিফেন্স অর্গানাইজ হবে আরও। পাশাপাশি অ্যাটাকিং সাইডও ভালো হতে হবে। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের অনেক মেধা আছে। দেশের বাইরে, ইতালিয়ান, জার্মানি কিংবা দক্ষিণ আমেরিকান যারাই আছেন, আমি বিশ্বাস করি, হামজা তাদের অনুপ্রেরণা জোগাবেন বাংলাদেশের জার্সি গায়ে খেলার জন্য।

এ দিকে আগামী মার্চে এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডে খেলবে বাংলাদেশ। ভারতের বিপক্ষে হামজা খেলবেন কি না, তা নিশ্চিত নয় এখনো। বাফুফে সভাপতি জানালেন, লেস্টার সিটির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত চূড়ান্ত করবেন তারা।

এ প্রসঙ্গে তিনি বলেন, কোনো তথ্য আপাতত নেই। এখনো সব প্রশ্নের উত্তর দিতে পারছি না। তবে এএফসি এশিয়ান কাপ নিয়ে আমরা প্ল্যানিং করছি। এর আগে বাংলাদেশের প্রীতি ম্যাচ ক্লোজড ডোর হবে। ভিডিও বা অন্য কিছুর জন্য বাইরের কাউকে অ্যালাউ করতে দেব না। এশিয়ান কাপের বাছাই পর্ব থেকে একটি দল যাবে গ্রুপ সেরা হয়ে। ভারতের বিপক্ষে ম্যাচটি অনেক গুরুত্ব দিয়ে দেখছি। প্রথম ম্যাচ ভালো করতে পারলে গ্রুপ সেরা হওয়ার স্বপ্ন বাস্তবায়িত করার সুযোগ থাকবে। ২৫ জানুয়ারি প্রিমিয়ার লিগ শেষ হবে। তারপর চার সপ্তাহ জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। এরই মধ্যে কার সঙ্গে খেলব, কবে খেলব, কবে যাব ভারতে-তা আরও একটু সময় নিয়ে জানিয়ে দেওয়া হবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পাকিস্তানে জঙ্গি হামলায় ১৬ সেনা নিহত
বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত সচিব ইসমাইল বিমানবন্দরে গ্রেপ্তার
হামজাকে নিয়ে যা বললেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল
বহু ভাষা, বহু সংস্কৃতি, বহু ধর্মের বিকাশে কাজ করতে চায় কমিশন: ফারুকী
অবৈধ অনুপ্রেবেশের অভিযোগে ত্রিপুরায় শিশুসহ ৬ বাংলাদেশি গ্রেফতার
টাঙ্গাইলে বাস-সিএনজির সংঘর্ষ: নিহত ২
চাঁদাবাজদের তালিকা তৈরি, দুদিনের মধ্যে অভিযান: ডিএমপি কমিশনার
আসাদের নিরাপত্তা বাহিনী সিরিয়ার নতুন সরকারের কাছে অস্ত্র জমা দিচ্ছে
দেশের সার্বভৌমত্ব আর গণতন্ত্র বিএনপির কাছে নিরাপদ: টুকু
গত ১৫ বছরে নানকের সম্পত্তি ফুলে ফেঁপে ওঠেছে ৩০ গুণ
দেশের বৃহত্তম রেলসেতুতে বঙ্গবন্ধুর নাম বাতিল হচ্ছে
গুচ্ছ ভর্তি নিয়ে সিদ্ধান্ত আজ
ঢাকাসহ তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর
নিয়ন্ত্রণে বনানী বস্তির আগুন
জোলানীর মাথার বিনিময়ে ১ কোটি ডলার পুরস্কার বাতিল করলো যুক্তরাষ্ট্র
জার্মানিতে ক্রিসমাস মার্কেটের ভিড়ে গাড়িচাপায় দু’জন নিহত, আহত ৬৮  
‘আলো আসবেই’ গ্রুপে সক্রিয় থাকা জ্যোতির কোথাও ঠাই হচ্ছেনা
সাগরে নিম্নচাপ, সমূদ্রবন্দরে সতর্ক সংকেত
আজ রাহাত ফাতেহ আলী খানের কনসার্ট, বিনা পারিশ্রমিকে উপস্থাপনা করবেন দীপ্তিও
গাজায় বর্বর হত্যাযজ্ঞ চলছেই, গত ২৪ ঘন্টায় নিহত আরও ৭৭ ফিলিস্তিনি