মাহমুদউল্লাহর বিদায়ী ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের
ফাইল ছবি
কানপুর টেস্টে ভারতের কাছে হোয়াট ওয়াশ হয়েছে বাংলাদেশ। টি-২০ তেও একই পথে হাটছে টাইগাররা। ২য় ম্যাচেই সিরিজ চলে গেছে স্বাগতিক ভারতের পকেটেই। যার কারণে হাল ছেড়ে দিয়েছে শান্ত লিটনরা। নিয়মরক্ষার শেষ ম্যাচের আগে সবকিছু মনে হলো যেন খাপছাড়া। তবে হার-জিত যাই হোক না কেন, এটি মাহমুদউল্লাহ রিয়াদের শেষ ম্যাচ হিসেবেই দৃশ্যপট অঙ্কিত করবে।
হায়দরাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (১২ অক্টোবর) ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সন্ধ্যা সাড়ে ৭টায় খেলাটি শুরু হবে। ম্যাচের আগের দিন হায়দরাবাদে আলোচনার বস্তু ছিল মাহমুদউল্লাহর বিদায়ী আয়োজন কেমন হবে।
সংবাদ সম্মেলনে আসা কোচ নিক পোথাস এড়িয়ে গেছেন অভ্যন্তরীন বিষয় বলে। এদিকে টিম ম্যানেজমেন্টও মুখে এঁটেছে কুলুপ। তবে সবচেয়ে বড় উপহারটা দিতে পারেন মাহমুদউল্লাহর সতীর্থরাই। কিন্তু প্রথম দুই ম্যাচে গো-হারা হেরে যাওয়ার পর তৃতীয় ম্যাচে এসে ঘুরে দাঁড়াতে পারবে কী না এটা এখন বড় প্রশ্ন।
সিরিজ শুরুর প্রথম ম্যাচ পরেই জানা গিয়েছিল মাহমুদউল্লাহর অবসর প্রসঙ্গে। বিদায়ী ম্যাচে তাকে নিয়ে আলাদা করে কোনো সম্মান প্রদর্শনের ব্যবস্থা রয়েছে কিনা এমন প্রশ্নে অবশ্য গতকাল কিছু জানাননি টাইগার কোচ নিক পোথাস, ‘দুঃখিত, এটা (দলের) অভ্যন্তরীণ ব্যাপার।’
এদিকে ভারত সফর থেকে শিক্ষা গ্রহণের কথা জানিয়ে পোথাস বলেন, ‘ভারতে অনেক দলই এসে বাজে সফর কাটিয়ে যায়। আমাদেরকে যেদিকে নজর দিতে হবে তা হচ্ছে শিখতে পারছি কিনা, সামনের দিকে তাকাতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে সামনে, টি-টোয়েন্টি আছে। কিংবদন্তি আছে কয়েকজন যারা তাদের বাংলাদেশের হয়ে ক্যারিয়ারের শেষ প্রান্তে চলে এসেছেন। আমরা সবসময়ই জিততে চাই, দুনিয়ার যেকোনো খেলাতেই এটি সবাই করে থাকে।'
'তবে আমাদের বাস্তবিকভাবেও চিন্তা করতে হবে। আমরা কিছুটা ভাগ্যবানও যে ভারত সফরে আসতে পেরেছি। কারণ এখানে অনেক কিছু শেখা হয়েছে আমাদের। শিক্ষাটা সৎভাবে হতে হবে। ভারতের মত জায়গায় এসে আপনি কী শিখবেন? যা শিখবেন সেটাই আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। কারণ ভারত আপনাকে জানিয়ে দেবে আপনার কোথায় উন্নতি করতে হবে। ফলে সবসময় আপনাকে চোখ কান খোলা রাখতে হবে যখন কিনা আপনি ভারতে আসছেন।’- বলেন পোথাস।
উল্লেখ্য, হায়দরাবাদের পিচ বলছে এখানে হবে রান উৎসব। গত আইপিএলে দুইশর ছড়াছড়ি ছিল এখানে। সর্বোচ্চ ২৭৭ রান পর্যন্ত হয়েছে এই মাঠে। এই মাঠে আইপিএলে তিন ফিফটিতে প্রায় আড়াইশ স্ট্রাইকরেটে ২৮৪ রান করেছেন অভিষেক শর্মা। তবে বাঁধ সাধতে পারে বৃষ্টি। ম্যাচের আগের দিন দুপুর থেকে থেমে থেমে বেশ কয়েকবার বৃষ্টিপাত হয়েছে। ম্যাচের সময়ও এমন সম্ভাবনা রয়েছে। ম্যাচটি মাহমুদউল্লাহ রাঙাবেন নাকি ভারতের জয়রথ ছুটবে তা বোঝা যাবে রাতেই। ও হ্যাঁ বৃষ্টির কথাও ভুলে গেলে চলবে না!