সাকিবের মিরপুরে অবসরের ভালো সম্ভাবনা দেখছে বিসিবি
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলে অবসর নিতে চান। তবে তিনি দেশে ফিরতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। এই অনিশ্চয়তার মধ্যে আশার আলো দেখালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। তিনি জানিয়েছেন, দেশে ফিরে সাকিবের অবসর নেওয়ার সম্ভাবনা বেশ উজ্জ্বল।
সোমবার (৭ অক্টোবর) গণমাধ্যমের সাথে আলাপকালে বিসিবি সভাপতি বলেন, “সাকিবের সাথে আমার যোগাযোগ হয়েছে। তার খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকেই অবসর নেওয়ার। আমরা আশা করছি, সবকিছু ঠিকঠাক থাকলে সাকিব বাংলাদেশ থেকেই শেষ ম্যাচ খেলবেন।”
সাকিবের দেশে ফেরার আইনি প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে ফারুক আহমেদ বলেন, "আইনি বিষয়গুলো নিয়ে আমি কিছু বলতে পারবো না। আমি তো ছোট মানুষ, বোর্ড প্রেসিডেন্ট হিসেবে আমার ক্ষমতা সীমিত। সাকিবের ফেরার বিষয়ে সিদ্ধান্ত সরকার থেকেই আসতে হবে।"
তিনি আরও বলেন, "আইনশৃঙ্খলা বাহিনী, সরকার এবং উপদেষ্টারা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আমাদের দায়িত্ব হবে মাঠে সাকিবের খেলাধুলার সুযোগ তৈরি করা। স্টেডিয়ামের ভেতরে বা ইনডোরে অনুশীলন করার জন্য যা যা করা দরকার, সেটুকু আমরা করতে পারবো।"
উল্লেখ্য, সাকিব আল হাসানের নামে একটি হত্যা মামলা রয়েছে, এবং আওয়ামী লীগের অনেক সংসদ সদস্য গ্রেফতার হচ্ছেন। এ অবস্থায় সাকিব দেশে ফিরলে তারও গ্রেফতার হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণেই সাকিব আগে থেকেই বলেছেন যে দেশে ফিরে কিংবা দেশ ছাড়ার সময় কোনো ঝামেলায় না পড়ার নিশ্চয়তা চান তিনি।