‘মালিঙ্গা হয়ে গেলে নাকি, একের পর এক ইয়র্কার দিচ্ছো’-সাকিবকে কোহলি
ছবি: সংগৃহীত
ঘরের মাঠে পাকিস্তানকে বাংলাওয়াশ করার পর টাইগাররা এখন অবস্থান করছেন ভারতে। চেন্নাইয়ে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম টেস্ট বোলিংয়ে ভালো করলেও ব্যাটে সুবিধা করতে পারেননি টাইগাররা। ভারতীয় বোলারদের সামনে ১৪৯ রানে গুটিয়ে যায় সাকিব-মুশফিকরা। ফলো অনে আবার ব্যাটিংয়ে নামে ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে পর পর ৩ উইকেট হারায় ভারত। ভারতের দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারেননি বিরাট কোহলি। মেহেদি হাসান মিরাজের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ার আগে কোহলি করেন ৩৭ বলে ১৭ রান। তবে এরই মাঝে সাকিবকে মালিঙ্গার তকমা দিয়ে দিলেন তিনি।
ভারতের দ্বিতীয় ইনিংসের ১৫তম ওভারে বল করতে আসেন সাকিব। তখন ব্যাটিংয় বিরাট কোহলি। সাকিব পর পর ৪টি বল গুড লেংথে করেন। শেষ ২টি বল করেন ইয়র্কার লেংথে। ওই ওভারে কোনো রান পাননি কোহলি। পরের ওভারের জন্য কোহলি যখন রাউন্ড দ্যা উইকেটে দাঁড়ান তখন সাকিব ৩০ গজ বৃত্তের ভেতরে ফিল্ডিং করছেন। সাকিবের দৃষ্টি আকর্ষণ করে কোহলি মজার ছলে বলেন, “মালিঙ্গা হয়ে গেলে নাকি! একের পর এক ইয়র্কার দিচ্ছো।”
শ্রীলঙ্কার সাবেক পেসার লাসিথ মালিঙ্গা ইয়র্কারের জন্য পুরো বিশ্বে জনপ্রিয় হয়ে আছেন। তিনি টানা ৬ বলের সবগুলোতেই ইয়র্কার দিতে পারতেন।
Virat Kohli to Shakib: Malinga bana hua, yorker pe yorker de raha hai
— The NewsWale (@TheNewswale) September 20, 2024
pic.twitter.com/JlVi4VsnhX
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কোহলি সাকিবের উদ্দেশ্যে কিছু বললে প্রথমে সেটি বুঝতে না পেরে কোহলির দিকে অগ্রসর হন সাকিব। তারপরই কোহলি মজার ছলে মালিঙ্গার সঙ্গে তুলনা করেন সাকিবকে। সাকিব যে কোহলির কথায় মজা পেয়েছেন সেটি তার প্রতিক্রিয়ার মাধ্যমেই বোঝা যাচ্ছিল।