ভারতে বাংলাদেশ শিবিরে যোগ দিয়েছেন সাকিব
ফাইল ছবি
দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেকটাই বিপাকে সাকিব। আওয়ামী লীগের অন্যান্য সাংসদ কিংবা নেতাকর্মীর মত সাকিবের বিরুদ্ধেও করা হয়েছে মামলা। আর সেজন্যই আপাতত দেশে ভিরতে পারছেন না এই ক্রিকেটার। যদিও ৫ আগস্টের আগে থেকেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন তিনি। আর সেখান থেকেই পাকিস্তানে দলের সাথে যোগ দেন। পাকিস্তান সিরিজের পর দলের সঙ্গে দেশে না এসে ইংল্যান্ডে কাউন্টি খেলতে চলে যান সাকিব আল হাসান। সেখানে বল হাতে দারুণ পারফর্ম করেও তার দল সারেকে জেতাতে পারেননি সাকিব। সেই ম্যাচ খেলার পর অবশেষে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন দেশসেরা এই অলরাউন্ডার। যুক্তরাষ্ট্র থেকে সরাসরি ভারতে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে প্রথম টেস্টে নামবে বাংলাদেশ। তাই সবকিছু ঠিক থাকলে বুধবার দলের সঙ্গে অনুশীলনও করবেন সাকিব।
সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না সাকিবের। বিশেষ করে ব্যাট হাতে বড় রকমের দুঃসময় পার করছেন টাইগার ক্রিকেটের এই অলরাউন্ডার। পাকিস্তান সিরিজের পর কাউন্টিতেও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি তিনি। আর ভারতের বিপক্ষে সাকিবের জ্বলে ওঠাটা বেশ দরকার।
পাকিস্তানের বিপক্ষে সিরিজে নিজের বোলিং নৈপুণ্য দিয়েই প্রথম টেস্টে দলকে টেনে নিয়েছিলেন জয়ের কাছাকাছি। আবার দ্বিতীয় টেস্টে ঐতিহাসিক সিরিজ জয়ের জয়সূচক রানও আসে তার ব্যাট থেকেই।
এদিকে ভারতে পা রাখার পরের দিন থেকেই অনুশীলনে ঘাম ঝরাচ্ছে টাইগার ক্রিকেটাররা। চেন্নাইয়ের পিচ স্পিনবান্ধব হওয়ায় বাংলাদেশের স্পিনারদের দিকে বাড়তি দায়িত্ব থাকবে। সাকিবের পাশাপাশি মিরাজ ও তাইজুলের ফর্মে থাকাটা বাংলাদেশের জন্য খুব প্রয়োজন।