প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে টাইগারদের সাক্ষাৎ কাল
ছবি: সংগৃহীত
রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। পাকিস্তানকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করেছে টেস্ট সিরিজে। টাইগারদের সেই ঐতিহাসিক জয়ের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুভেচ্ছা জানিয়ে বলেছিলেন, দেশে ফেরার পর সংবর্ধনা দেওয়া হবে ক্রিকেটারদের।
দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের কাছে পাত্তা পায়নি পাকিস্তান। প্রথম টেস্টে গ্রিন ক্যাপদের ১০ উইকেটে হারায় টাইগাররা। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জেতে ৬ উইকেটে। ম্যাচ শেষ হওয়ার পরই প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ফোন পান টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বিসিবির সূত্রের খবর, কাল দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন ক্রিকেটাররা। নাজমুল হোসেন শান্তদের সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। থাকতে পারেন আরও দুই-একজন কর্মকর্তাও।
গত ৩ সেপ্টেম্বর শান্তকে ফোনে ড. ইউনূস বলেছিলেন, ‘আমার ও সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত।’