আবেগে, চোখের জলে শেষ হল অ্যান্ডারসন অধ্যায়
শেষ হল অ্যান্ডারসন অধ্যায়। ছবি: সংগৃহীত
জয় দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন জেমস অ্যান্ডারসন। লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সহজ জয় পেল ইংল্যান্ড। সেই সঙ্গে ক্রিকেট বিশ্বে সমাপ্ত হল জিমি অ্যান্ডারসন যুগ। আবেগে, চোখের জলে ক্রিকেটকে বিদায় জানালেন ব্রিটিশ তারকা পেসার।
৪১ বছরের ইংরেজ বোলার জীবনের শেষ টেস্টে ৪ উইকেট নিলেন। হয়ত আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে পারতেন, রেকর্ডও গড়তে পারতেন। কিন্তু পূর্ব ঘোষণা মতোই লর্ডস টেস্টের পরেই ২২ গজকে বিদায় জানিয়ে দিলেন অ্যান্ডারসন। ঐতিহ্যের লর্ডসও আবেগতাড়িত হয়ে উঠল প্রিয় জিমির জন্য।
২২ বছরের একটা বর্ণময় অধ্যায়ের সমাপ্তি। মোট ১৮৮ টেস্ট খেলে ৭০৪ উইকেট নিয়েছেন। গড় ২৬.৪৫। ৫ উইকেট নিয়েছেন ৩২ বার, ৪ উইকেট নিয়েছেন ৩২ বার। ২২ বছর ধরে টানা উইকেট নিয়েছেন। শুধু নিছক শুকনো পরিসংখ্যানে অ্যান্ডারসনকে মাপা যাবে না। তাঁর ব্যাপ্তি আরও প্রসারিত। ঐতিহ্যের ব্রিটিশ ক্রিকেটের ইতিহাসে নিজের নামটা উপরের দিকেই রেখে গেলেন জিমি। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ় ১২১ রান করে।
জবাবে ইংল্যান্ডের প্রথম ইনিংসের রান ৩৭১। ২৫০ রানে পিছিয়ে থাকা সফরকারীদের দ্বিতীয় ইনিংস শেষ হল ১৩৬ রানে। প্রথম ইনিংসে ১ উইকেট পান অ্যান্ডারসনকে। ১০.৪ ওভার বল করে ২৬ রান দিয়েছিলেন। দ্বিতীয় অ্যান্ডারসন ৩০ রান খরচ করে তুলে নিয়েছেন ৩ উইকেট। শুক্রবার খেলার শুরুতে দুই দলের পক্ষ থেকে গার্ড অফ ওনার দেওয়া হয় অ্যান্ডারসনকে।