কোহলির জুতার সমানও নয় বাবর: কানেরিয়া
ছবি: সংগৃহীত
ভারত পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা। ভৌগলিক অবস্থানের জন্য দুই দেশের মধ্যে রাজনৈতিক সমস্যা রয়েছে। সেটা একাধিকবার ক্রিকেটে দেখা গেছে। সাবেক ক্রিকেটারদের মধ্যেও কথার লড়াই চলতে থাকে এই ম্যাচ নিয়ে, সমর্থকরা তো রয়েছেন। এবার এই পরিস্থিতিতে বিরাট কোহলির সঙ্গে বাবর আজমের তুলনা টানায় কড়া প্রতিক্রিয়া দিলেন সাবেক পাক স্পিনার দানিশ কানেরিয়া।
বাবর ব্যাট হাতে রান করলেই কোহলির সঙ্গে তুলনা করে থাকে পাকিস্তানি গণমাধ্যম। বিষয়টি নিয়ে তর্ক-বিতর্কের শেষ নেই। তবে কানেরিয়ার মতে, কোহলির জুতার সমানও নয় বাবর। ইন্দো এশিয়ান নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকার কানেরিয়া বলেন, মানুষ বাবর আজমকে নিয়ে অনেক কথা বলে। সে সেঞ্চুরি করলে মিডিয়া তাকে কোহলির সঙ্গে তুলনা করে। আরে ভাই, সে কোহলির জুতার সমানও নয়।
৪৩ বছর বয়সী এই সাবেক ক্রিকেটারের মতে, পাকিস্তান দল টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সিরিয়াস নয়, ‘যুক্তরাষ্ট্রে ওরা পরিবার নিয়ে ছুটি কাটাতে গেছে।’
কানেরিয়া আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাবরের ব্যাটিং দেখেছি। তাকে প্রায় আটকে দিয়েছিল যুক্তরাষ্ট্রের বোলাররা। পুরো ইনিংসে সে সাবলীল খেলা খেলতে পারেনি। সে ৪৪ রান করেছিল। কিন্তু দলের যখন প্রয়োজন তখন সে আউট হয়। অথচ এই ম্যাচে পাকিস্তানের একতরফা জেতা উচিত ছিল।’
রোববার মাঠে গড়িয়েছে ভারত-পাকিস্তানের মহারণ। চলতি বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে থাকতে হলে ভারতের বিপক্ষে জিততেই হবে বাবরদের। কিন্তু ভারতের সামনে পাকিস্তান দাঁড়াতে পারবে না বলেই ভবিষ্যদ্বাণী করেছেন কানেরিয়া। তিনি বলেন, ‘ভারত পাকিস্তানকে খারাপ ভাবে হারাবে। ওদের ভারতকে হারানোর ক্ষমতা নেই। প্রত্যেক বার বিশ্বকাপে পাকিস্তান নিজেদের বোলিংয়ের প্রশংসা করে। কিন্তু আমেরিকার বিরুদ্ধে বোলিংই ওদের হারিয়েছে। ভারতের বিরুদ্ধেও সেটাই হবে।’