তাসকিনকে নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা, বাদ সাইফউদ্দিন
ছবি: সংগৃহীত
অবশেষে অপেক্ষার অবসান হলো। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্কোয়াডে চোটে পড়া তাসকিন থাকলেও জায়গা পাননি বিপিএলে আলো ছড়িয়ে সদ্য জিম্বাবুয়ে সিরিজ দিয়ে দলে ফেরা মোহাম্মদ সাইফউদ্দিন।
যথারীতি বিশ্বকাপেও বাংলাদেশের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত। তার সাথে ভাইস ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পেয়েছেন তাসকিন আহমেদ।
১৫ সদস্যের স্কোয়াডে রয়েছেন
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, মোহাম্মদ তানভির ইসলাম, শেখ মাহাদি, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম সাকিব।
এছাড়াও রিজার্ভে রয়েছেন আফিফ হোসেন হোসেন ধ্রুব, হাসান মাহমুদ।
তবে তাসকিনের ইনজুরি সম্পর্কে পুরোপুরি জানা নেই নির্বাচকদের। শুধু জানেন বিশ্বকাপের কোন এক পর্যায়ে খেলতে পারবেন। আইসিসির নিয়ম অনুযায়ী একজন ইনজুরি আক্রান্ত ক্রিকেটারকে সাথে নেওয়া যায় এবং যেকোনো সময় পরিবর্তন করা যায় সেজন্যই তাসকিনকে সাথে নেয়ার ঝুঁকি নিয়েছে। তাসকিনকে সহঅধিনায়ক করা হয়েছে যিনি কিনা একটা ম্যাচও খেলতে পারবেন কি না নিশ্চিত নয় নির্বাচক প্যানেল। তাসকিন যাচ্ছে এটা ভালো খবর তবে যেভাবে যাচ্ছে সেটা নিয়ে প্রশ্ন থাকছেই। দলের সাথে তার রিকভারি প্রসেস কিভাবে চলবে অথবা কত দ্রুতই বা সুস্থ হয়ে উঠবেন সেটাই দেখার এখন।