শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪ | ২৩ কার্তিক ১৪৩১
Dhaka Prokash
Header Ad

এমবাপের জোড়া গোলে বার্সেলোনাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি

বার্সেলোনাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি। ছবি: সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বার্সেলোনাকে কাঁদিয়ে সেমিফাইনালের জায়গা নিশ্চিত করলো পিএসজি। বার্সার বিপক্ষে প্রথম লেগের ম্যাচে পার্ক দ্য প্রিন্সেসে এমবাপে ঝলকের দেখা মিলেনি। তবে বার্সা সমর্থকদের মনে আশঙ্কা ছিল, দ্বিতীয় লেগে হয়তো জ্বলে ওঠবেন এমবাপে। আগেও যে একবার ক্যাম্প ন্যুতে হ্যাটট্রিক করে বার্সার স্বপ্ন গুড়িয়ে দিয়েছিলেন তিনি।

অবশেষে হয়েছেও তাই। কাতালান ক্লাবটির বিপক্ষে কাল জোড়া গোল করেছেন এমবাপে। আর তাতে ১-৪ ওলের জয় নিশ্চিত হয়েছে ফরাসি ক্লাবটির। আর দুই লেগ মিলিয়ে ৬-৪ গোলের জয়ে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে ফরাসি জায়ান্টদের।

ঘরের মাঠ এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে ম্যাচের শুরু থেকে নিয়ন্ত্রণ নিয়েছিল বার্সেলোনাই। পিএসজির রক্ষণে একের পর এক আক্রমণ শাণিয়েছিল দলটি। এরই ধারাবাহিকতায় লামিনে ইয়ামালের দুর্দান্ত পাসে বল পেয়ে ম্যাচের ১২ মিনিটেই দলকে এগিয়ে দিয়েছিলেন রাফিনিয়া।

প্রথম লেগে জোড়া গোল করা এই ব্রাজিলিয়ান তারকা দ্বিতীয়ার্ধেও দলকে এগিয়ে দেয়ার পর ম্যাচে বার্সা আধিপত্য ফুটে ওঠে। তবে বিপর্যয় নেমে আসে ম্যাচের ২৯ মিনিটের সময়। পিএসজির ব্রাডলি বারকোলাকে ফাউল করায় সরাসি লা কার্ড দেখেন কাতালানদের রোনাল্ড আরাউহো। ফলে আধঘন্টা না হতেই দশ জনের দলে পরিণত হয় বার্সা।

খর্বশক্তির প্রতিপক্ষের বিপক্ষে ধীরে ধীরে আক্রমণ শাণাতে থাকে পিএসজি। শেষ পর্যন্ত সফরকারীরা সমতাসূচক গোলটি পায় ম্যাচের ৪০ মিনিটে। এ মৌসুমে বার্সা থেকে পিএসজিতে নাম লিখিয়েছেন উসমান দেম্বেলে। একসময় কাতালান ক্লাবটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন দেখতে চাওয়া দেম্বেলের গোলেই ম্যাচে সমতায় ফেরে পিএসজি।

এদিকে প্রথমার্ধ সমতায় শেষ হওয়ার পর পিএসজি ম্যাচে লিড নেয় দ্বিতীয়ার্ধের শুরুতেই। প্রথম লেগে খেলতে না পারা আশরাফ হাকিমির দেয়া বলে দলকে এগিয়ে দেন ভিতিনিয়া।

এদিকে দুই লেগে মিলিয়ে সমতা ফেরার পর আরও একবার ধাক্কা খায় বার্সেলোনা। রেফারির সিদ্ধান্ত মানতে না পেরে বিজ্ঞাপনী বোর্ডে লাথি মারেন বার্সা কোচ জাবি। এ ঘটনায় তাকেও লাল কার্ড দেখান রেফারি। ফলে ডাগ আউট ছাড়তে হয় কাতালানদের কোচকে।

এরপর নিজেদের বক্সে দেম্বেলেকে ফাউল করে বসেন জোয়াও ক্যানসেলো। এ ঘটনায় পেনাল্টি পায় পিএসজি। আর স্পটকিকে গোল করে দলকে এগিয়ে দেন এমবাপে। এদিকে ম্যাচের ৭৩ মিনিটে গোল করার মোক্ষম এক সুযোগ নষ্ট করেন রবার্ট লেভানডভস্কি।

দশজনের দলে পরিণত হওয়া বার্সাকে এরপর ভুগিয়েছে পিএসজি। আর ম্যাচের শেষ দিকে কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন এমবাপেই। নিজের দ্বিতীয় গোলটি করে ব্যবধান ৪-১ করেন তিনি। ফলে শেষ পর্যন্ত দুই লেগ মিলিয়ে ৬-৪ গোলের জয়ে সেমিফাইনাল নিশ্চিত হয় ফরাসি ক্লাবটির। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ বুরুশিয়া ডর্টমুন্ড।

Header Ad

জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না: তারেক রহমান

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র তাদের পথ থেকে সরাতে পারবে না। শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকায় আয়োজিত শোভাযাত্রা পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই বক্তব্য দেন তিনি।

তারেক রহমান বলেন, আজকের সমাবেশ ও শোভাযাত্রা কোনো ব্যক্তির বিরুদ্ধে প্রতিবাদ নয়, বরং দেশের স্বার্থ রক্ষায় এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার মিছিল। এই মিছিল গণতন্ত্র, সার্বভৌমত্ব ও একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমাদের সংগ্রামের প্রতীক। দেশের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদের স্বাধীনতা বিপন্ন করতে পারবে না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, রাজধানীর এই রাজপথে লাখো জনতার অংশগ্রহণ জাতীয়তাবাদী আদর্শের শিক্ষায় দীক্ষিত করার মিছিল, যেখানে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের হতাহত অসংখ্য ছাত্র-জনতা ও শহীদদের স্বপ্নকে বাস্তবায়নের প্রত্যয় রয়েছে। এটাই তাদের মিছিলের মূল বার্তা।

দেশের স্বার্থবিরোধী অপশক্তির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তারেক রহমান বলেন, “আজকের এই মিছিল কারও বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তোলার জন্য নয়, এটি বাংলাদেশের স্বার্থ রক্ষার মিছিল, জনগণের ভোটাধিকার ও নিজেদের অধিকার প্রতিষ্ঠার মিছিল।”

তিনি আরও বলেন, “কখনো যেন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সে জন্য জনগণের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া অত্যন্ত জরুরি। জনগণের সরাসরি ভোটাধিকার নিশ্চিত করা না গেলে গণতন্ত্রের সুফলও পাওয়া যাবে না এবং সাধারণ মানুষ বাজার সিন্ডিকেটের মতো অভিশাপ থেকে মুক্তি পাবে না।”

তারেক রহমান সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “গণতন্ত্রবিরোধী শক্তির ষড়যন্ত্র এখনও থেমে নেই। পলাতক স্বৈরাচারের দোসররা দেশে-বিদেশে এবং প্রশাসনের বিভিন্ন স্তরে সক্রিয় রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার চেষ্টা চলছে। তবে এই সরকারকে জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বক্তব্য দেন। সমাবেশ শেষে বিকেল সাড়ে ৩টায় শোভাযাত্রা শুরু হয়, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়।

Header Ad

প্যারিসে পিনাকী ভট্টাচার্যের সঙ্গে দেখা করলেন আসিফ মাহমুদ

প্যারিসে পিনাকী ভট্টাচার্যের সঙ্গে দেখা করলেন আসিফ মাহমুদ। ছবি: সংগৃহীত

ফ্রান্সের প্যারিসে অবস্থানরত লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছেন শ্রম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এসময় দুইজনকে হাস্যজ্বল দেখা গেছে।

বিষয়টি জানিয়ে পিনাকী সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে লিখেছেন, আসিফ আসছে প্যারিসে, আমার সাথে দেখা করতে। এর সঙ্গে যুক্ত করেছেন ভালোবাসার ইমোজি।

সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) একটি অনুষ্ঠানে যোগ দিতে সেখানে যান আসিফ মাহমুদ।

জানা যায়, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদের নেতৃত্বে আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। সেখান থেকে আসিফ মাহমুদ ফান্সের প্যারিসে গিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

নেটিজেনরা বেশ গুরুত্বের সঙ্গেই এই সাক্ষাৎ নিয়েছেন। একজন লিখেছেন, ২৪ এর নায়ক পিনাকি দাদা ও আসিফ মাহমুদকে একসাথে দেখে মনটা ভরে গেলো। বিপ্লবী সরকারের সফলতার জন্য পিনাকি দাদাকে কিভাবে সরাসরি কাজে লাগানো যায়, সে বিষয়ে আসিফ মাহমুদ গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা করি। দু'জনের জন্যে অনেক অনেক শুভকামনা ও আশীর্বাদ রইল।

সম্প্রতি উপদেষ্টা আসিফ নজরুল সুইজারল্যান্ড সফরে গেছেন। একইসঙ্গে সুইজারল্যান্ড গেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

Header Ad

জেনেভা বিমানবন্দরে আসিফ নজরুলকে হেনস্তা, তারেক রহমানের তীব্র নিন্দা

ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে হেনস্তার ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তীব্র নিন্দা জানিয়েছেন। শুক্রবার (৮ নভেম্বর) এক বিবৃতিতে তারেক রহমান বলেন, এই আচরণ শুধু শিষ্টাচার বহির্ভূতই নয়, বরং দেশের মর্যাদার ওপর এক আঘাত।

বিবৃতিতে তিনি বলেন, বৃহস্পতিবার (৭ নভেম্বর) ফ্রান্স যাওয়ার পথে ড. আসিফ নজরুলকে জেনেভা বিমানবন্দরে কতিপয় আওয়ামী লীগের কর্মীরা ঘিরে ধরে অশোভন আচরণ করে। এই আচরণে প্রমাণিত হয়, তারা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী নয় এবং মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ নয়। তিনি আরও বলেন, “আওয়ামী লীগের সমর্থকরা বিদেশের মাটিতে গণতন্ত্রপন্থী ব্যক্তিদের উপর আক্রমণ চালাচ্ছে, যা ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ।”

তারেক রহমান আরও উল্লেখ করেন, ড. আসিফ নজরুলের ওপর এই অশালীন আচরণ বর্তমান দু:শাসনেরই প্রতিফলন, যেখানে সরকার মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকারকে উপেক্ষা করছে।

সুইজারল্যান্ডে স্থানীয় আওয়ামী লীগের নেতারা এই ঘটনায় জড়িত ছিলেন বলে সূত্র জানায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একদল আওয়ামী সমর্থক ড. আসিফ নজরুলকে ঘিরে বিভিন্ন উস্কানিমূলক প্রশ্ন করছেন এবং উত্তেজিতভাবে স্লোগান দিচ্ছেন।

এই ঘটনার পর বিএনপি’র পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং মানবাধিকার লঙ্ঘনের এমন কর্মকাণ্ডের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Header Ad

সর্বশেষ সংবাদ

জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না: তারেক রহমান
প্যারিসে পিনাকী ভট্টাচার্যের সঙ্গে দেখা করলেন আসিফ মাহমুদ
জেনেভা বিমানবন্দরে আসিফ নজরুলকে হেনস্তা, তারেক রহমানের তীব্র নিন্দা
ভাতিজিকে ধর্ষণ করতে গিয়ে পুরুষাঙ্গ হারালেন চাচা
জন্মসূত্রে নাগরিকত্ব প্রথা বাতিল হচ্ছে যুক্তরাষ্ট্রে
বাংলাদেশে এখন গণতন্ত্র ছাড়া অন্য কিছু চলবে না: মির্জা ফখরুল
ট্রাম্প ক্ষমতায় আসলেও হাসিনার আসার সুযোগ নেই: মাহমুদুর রহমান
বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক ড্রাইভার এর মৃত্যু
শোভাযাত্রায় যোগ দিতে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের ঢল
কুড়িল বিশ্বরোডে বিআরটিসি বাসে আগুন
তিনটি পর্বতারোহণে রেকর্ড গড়লেন পাবনার তৌকির
ইসরায়েলি হামলায় গাজা ও লেবাননে আরও শতাধিক নিহত
আবারও এমবাপ্পেকে ছাড়াই ফ্রান্সের দল ঘোষণা
চিফ অফ স্টাফ হিসেবে সুসি ওয়াইলসকে নিয়োগ দিলেন ট্রাম্প
নারী ফুটবলারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জুমার নামাজ ছেড়ে দেয়ার ভয়াবহ শাস্তি
স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে, সরবরাহ বাড়ানোর তাগিদ
সুইজারল্যান্ডে হেনস্তার শিকার উপদেষ্টা আসিফ নজরুল
দুপুরে রাজধানীতে বিএনপির র‍্যালি, বক্তব্য রাখবেন তারেক রহমান
ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি তাহজীব গ্রেফতার