মেসির পর এবার ডি মারিয়াকে হত্যার হুমকি
আনহেল ডি মারিয়া। ছবি: সংগৃহীত
লিওনেল মেসির জন্মস্থান রোজারিওতে জন্ম আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার আনহেল ডি মারিয়ার। জন্মভূমি থেকেই এবার দুর্বৃত্তদের হুমকি পেলেন তিনি। আর্জেন্টিনার এই শহরটিতে ফিরলেই তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।
চিরকুটে বার্তা পাঠিয়ে এ তারকা ফুটবলারকে তার জন্মস্থান উত্তর-মধ্য আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের বৃহত্তম শহর রোজারিওতে ফিরতে নিষেধ করা হয়েছে। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে, আবারও রোজারিওতে ফিরতে পারেন ডি মারিয়া। এরইমধ্যে গেলো সোমবার ভোরে তার রোজারিওর সান্তা ফে প্রদেশের বাড়ির দরজায় কালো প্লাস্টিকের একটি ব্যাগ ছুড়ে দেওয়া হয়।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যাগের ভেতরে থাকা চিরকুটেই ছিলো হুমকি। তাতে লেখা ছিলো, মারিয়া রোজারিওতে ফিরলে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যা করা করা হবে।
এরইমধ্যে এ ঘটনায় তদন্ত শুরু করেছে সান্তা ফে পুলিশ। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সবশেষ গেলো সপ্তাহে রোজারিওতে মাদক কারবারিদের সহিংসতা বেড়ে যাওয়ায় পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ডি মারিয়া।
এর আগে গত বছর আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর পরিবারের সুপারমার্কেটে বন্দুক হামলা চালিয়েছিলো অজ্ঞাত হামলাকারীরা। এসময় রোজারিও শহরে জন্মগ্রহন করা মেসিকেও হত্যার হুমকি দিয়েছিলো তারা।