আইপিএলে চেন্নাইয়ে অভিষেকে জ্বলেছেন মুস্তাফিজ, চার ওভারে নিলেন চার উইকেট
ছবি: সংগৃহীত
আইপিএলের চলতি আসরে দলে প্রথম ম্যাচে জায়গা পেয়েই শুরুতেই চমক দেখালেন মুস্তাফিজুর রহমান। আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের হয়ে তিনি নিজের প্রথম ওভারেই ৪ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। দ্বিতীয় ওভারে ৩ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।
মাতিশা পাতিরানার চোট তাকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মূল একাদশে জায়গা করে দেয়।
মুস্তাফিজের প্রথম শিকার বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসি। কাটারের কারিশমায় ডু প্লেসিকে রাচিন রবীন্দ্রর ক্যাচে পরিণত করেন দ্য ফিজ। এরপর ওভারের শেষ বলে তিনি ফেরান রজত পাতিদারকে। তিনি তাকে উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনির ক্যাচে পরিণত করেন।
পরের ওভারে বল করতে এসেই ওপেনার বিরাট কোহলিকেও নিজের শিকারে পরিণত করেছেন বাংলাদেশি এই বোলার। তারপর একই ওভারে ক্যামেরুন গ্রিনকে ফিরতেও হয় ফিজের শিকার হয়ে।
সবমিলিয়ে নিজের চার ওভারে ২৯ রান দিয়ে চার উইকেট নিয়েছেন মুস্তাফিজ।