পিএসএলে ফিক্সিং, জড়িতদের মধ্যে একজন বাংলাদেশি
ফাইল ছবি
ফিক্সিংয় সন্দেহে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরে অংশ নেয়া প্রতিটি খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট এবং সাপোর্টিং স্টাফদের চারজন সন্দেহজনক ব্যক্তি থেকে দূরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। সন্দেহভাজন হিসেবে চিহ্নিত ওই চারজনের মধ্যে এক বাংলাদেশিও রয়েছেন।
ক্রিকেট পাকিস্তানের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন চার ব্যক্তির ছবি দেখিয়ে সবাইকে সতর্ক করেছে পিসিবি। তাদের মধ্যে একজন পাকিস্তানের সাবেক আঞ্চলিক ক্রিকেট কোচ, দুজন ভারতীয় এবং অন্যজন বাংলাদেশি।
সকলকে কঠোরভাবে ওই চারজনের সঙ্গে কোনোপ্রকার যোগাযোগ না রাখতে নির্দেশ দেয়া হয়েছে। সন্দেহভাজনদের কাউকে দেখা গেলে তাদের সাথে জড়িত হওয়া যাবে না এবং অবিলম্বে দুর্নীতি দমন কর্মকর্তাদের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।
যে হোটেলে খেলোয়াড়রা অবস্থান করছেন, পিসিবি সেটি বুকিং দিতে পারেনি। সাধারণ মানুষ নিয়মিতভাবেই যাওয়া-আসা করছে সেখানে। যদিও ভক্তের ছদ্মবেশে থাকা বুকিদের সঙ্গে খেলোয়াড়রা যেন দেখা করতে না পারেন, সেই ব্যবস্থা নেয়া হয়েছে। ২৫,০০০ রুপির বেশি কাউকে উপহার দেয়া হলে সবাইকে অবিলম্বে রিপোর্ট করার জন্য নির্দেশ দেয়া আছে। খেলোয়াড়দের বাইরে থেকে খাবার অর্ডার করারও অনুমতি নেই।
২০১৭ সালের ফেব্রুয়ারিতে পিএসএল চলাকালীন স্পট ফিক্সিংয়ের তদন্ত শুরু করেছিল পিসিবি। এটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিটের সমর্থিত ছিল। তদন্তের ফলে পিসিবির দুর্নীতিবিরোধী কোডের অধীনে বেশ কয়েকজন ক্রিকেটারকে নিষিদ্ধ করা হয়। নিষিদ্ধদের মধ্যে রয়েছেন- শারজিল খান, খালিদ লতিফ, নাসির জামশেদ, মোহাম্মদ ইরফান ও শাহজাইব হাসান।