টিম হোটেলে উইন্ডিজ ক্রিকেটারের সঙ্গে সোহানের হাতাহাতি
ক্রিকেটার নুরুল হাসান সোহান। ছবি: সংগৃহীত
চট্টগ্রামের র্যাডিসন হোটেলে অবস্থান করছে এবারের বিপিএলের ৫ দল। ফলে হোটেলের লবিতে সবসময় লেগে থাকে উৎসবমুখর পরিবেশ। তবে এমন পরিবেশেও ঘটে যায় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা। ছোট একটি বিষয় নিয়ে রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্যারিবিয়ান ক্রিকেটার ম্যাথু ফোর্ডের মধ্যে হাতাহাতির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।
জানা গেছে, সোহান রংপুর রাইডার্সের এক কর্মকর্তার রুমে যেতে গিয়ে ভুল করে ফোর্ডের রুমে উঁকি দেন। এতে চটে গিয়ে সোহানকে বাজে মন্তব্য করে বসেন ফোর্ড। এরপর দুজনের মধ্যে হাতাহাতি লেগে যায়।
ঘটনা চলাকালীন দ্রুত দুই দলের ম্যানেজমেন্ট ও নিরাপত্তায় নিয়োজিত কর্তারা চলে আসেন। তারা এসে সোহান-ফোর্ডকে শান্ত করেন। জানা গেছে, শান্ত করতে গিয়ে দুই ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তারাও আঘাতপ্রাপ্ত হন।
এমন ঘটনার পর এক নিরাপত্তা গোয়েন্দা বলেন, ‘খেলার মাঝে ঝামেলা হলে স্পোর্টস শৃঙ্খলার মধ্যে পড়ে। খেলার বাইরে কিছু হলে আমাদের সেগুলোর খোঁজ রাখতে হয়। কারণ, বিপিএলে বিদেশি ক্রিকেটার খেলছেন। তাদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব থাকে। হোটেলে দুই ক্রিকেটারের মধ্যে যা কিছু হয়েছে, তা কোনো ঘটনাই না। কিন্তু ঘটনাটি না ঘটলে ভালো হতো। যেহেতু সোহানের ভুল হয়েছে, দুঃখ প্রকাশ করে চলে গেলেই হতো।’
আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার রংপুরের ম্যানেজার শাহনিয়ান তানিন জানিয়েছেন, কুমিল্লার ম্যানেজার আহসানুল্লাহ হাসানসহ তারা এই ঘটনার সমাধান করে দিয়েছেন, ‘জিনিসটা এত বড়ই হয়নি যা দুইটা দলের যেভাবে হ্যান্ডেল করার কথা ছিল। কিন্তু তারপরও ছোটখাট কিছু হয়ে থাকলেও আমরা ম্যানেজার মিলে কিন্তু সমাধান করে দিয়েছি। পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু সমাধান হয়ে যায়।’
এ প্রসঙ্গে বিসিবির নিরাপত্তা সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ঘটনার সত্যতা স্বীকার করলেও প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি।