পদত্যাগ করলেন পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফ
জাকা আশরাফ। ছবি: সংগৃহীত
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির (আইএমসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেন জাকা আশরাফ। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
শুক্রবার (১৯ জানুয়ারি) লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমিতে চতুর্থ বোর্ড মিটিংয়ের পর তিনি এই সিদ্ধান্ত নেন। এতদিন জাকা আশরাফের অধীন কমিটি পিসিবির নেতৃত্বে ছিল।
অবশ্য জাকা আশরাফের মেয়াদও প্রায় শেষ হয়ে এসেছে। আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তার মেয়াদ শেষ হওয়ার কথা। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন তিনি। যে কারণে আবারও নেতৃত্বশুন্য হয়ে পড়েছে দেশটির ক্রিকেট বোর্ড। নতুন করে কার হাতে নেতৃত্ব দেওয়া হবে সে বিষয়ে এখনো কোনো তথ্য জানায়নি পিসিবি।
গত বছরের জুলাইয়ে জাকা আশরাফকে চেয়ারম্যান করে অন্তবর্তীকালীন কমিটি গঠন করে পিসিবি। চার মাসের মধ্যে নতুন বোর্ড চেয়ারম্যান নির্বাচন করার জন্য তার নেতৃত্বে ১০ সদস্যের কমিটি গঠন করে সংস্থাটি। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে ব্যর্থ হওয়ায় গত বছরের নভেম্বরে আশরাফের মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়। তবে এর মধ্যে দুই মাস অতিক্রম করলেও এখনো পর্যন্ত নতুন চেয়ারম্যান নিয়োগের লক্ষ্যে নির্বাচনের আয়োজন করতে পারেনি জাকা আশরাফের বোর্ড। শেষ পর্যন্ত পদত্যাগের ঘোষণাই দিলেন আশরাফ।
জাকা আশরাফ পিসিবির দায়িত্ব নেওয়ার পর বোর্ডে ব্যাপক রদবদল এনেছেন। বিশ্বকাপে ব্যর্থতার পর টিম ডিরেক্টর মিকি আর্থার, প্রধান কোচ গ্রান্ট ব্র্যাডবার্ন ও ব্যাটিং কোচ অ্যান্ড্রু পাটি পদত্যাগ করেন। এরপর অধিনায়ক বাবর আজম পদত্যাগ করলে শান মাসুদকে টেস্ট ও ওয়ানডে অধিনায়ক করা হয়। একইসঙ্গে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেওয়া হয় শাহিন শাহ আফ্রিদির হাতে।