মেয়ের পর এবার ডিপফেক ভিডিও’র শিকার শচীন টেন্ডুলকার
ক্রিকেটার শচীন টেন্ডুলকার ও মেয়ে সারা টেন্ডুলকার। ছবি: সংগৃহীত
তারকা খেলোয়াড়দের ‘খ্যাতির বিড়ম্বনা’ তো নতুন কোনো ঘটনা নয়। সঙ্গে জড়িয়ে যায় তাদের পরিবারও। গত বছর ডিপফেক ভিডিওর শিকার হয়েছিলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার। মেয়ের পর এবার একই ধরনের ভিডিওর শিকার হলেন শচীন নিজেই।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে সতর্কবার্তাও দিয়েছেন ভারতীয় এই কিংবদন্তি। ৫০ বর্ষী মাস্টার ব্লাস্টার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘এগুলো ভুয়া ভিডিও। প্রযুক্তির অপব্যবহার বেশ বিরক্তিকর। এধরনের ভিডিও, বিজ্ঞাপন এবং অ্যাপ দেখলে সেগুলোকে ব্লক করার অনুরোধ করছি।’
ফেক ভিডিওতে দেখা যাচ্ছে, নকল টেন্ডুলকার স্কাইওয়ার্ড অ্যাভাটার কোয়েস্ট নামের একটি গেমের প্রচারণা করছেন। নকল টেন্ডুলকার বলছেন, কীভাবে গেম খেলে সকলে টাকা পেতে পারে। ভারতজুড়ে ভাইরাল হয়েছে সেটি। অ্যাপের বিজ্ঞাপনে ভারতীয় কিংবদন্তি বলছেন, ‘আমার মেয়ে এই অ্যাপে খেলে থাকে। এখানে খেলে প্রতিদিন ১ লাখ ৮০ হাজার রুপি আয় করা যায়। মাঝেমধ্যে আমি আশ্চর্য হয়ে যাই, এখন কত সহজে আয় করা যায়।’
মেয়ের কথা উল্লেখ করে টেন্ডুলকার যে অ্যাপটি ব্যবহারে উৎসাহ জোগাচ্ছেন, সেখানে বলা কথাগুলো আসলে তার নয়। এটি ডিপফেক। টেন্ডুলকারের পুরোনো একটি ভিডিওতে প্রযুক্তির সাহায্যে তার নকল কণ্ঠ বসিয়ে দেওয়া হয়েছে। এ ধরনের ভুয়া বিজ্ঞাপন বা ডিপফেক ভিডিও বন্ধে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন টেন্ডুলকার।
পোস্টে টেন্ডুলকার আহ্বান করেছেন, ‘সোশ্যাল মিডিয়া প্লাটফর্মকে আরও বেশি সতর্ক এবং অভিযোগে দায়িত্বশীল হওয়া দরকার। তথ্যের অপব্যবহার এবং ডিপফেক ছড়িয়ে যাওয়ার আগে দ্রুত ব্যবস্থা গ্রহণ বেশ গুরুত্বপূর্ণ।’
গত বছর ওয়ানডে বিশ্বকাপের সময় টেন্ডুলকারের মেয়ে সারা ডিপফেক ছবি নিয়ে সরব হয়েছিলেন। ভারতীয় ওপেনার শুভমন গিল ও সারার একটি ছবি ভাইরাল হয়। আসল ছবিটি ছিল সারার সঙ্গে ভাই অর্জুন টেন্ডুলকারের।