কিউদের বিপক্ষে দারুণ ছন্দে টাইগাররা
ছবি: সংগৃহীত
কিউদের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও শেষ ম্যাচে জয়ের মাধ্যমে আত্নবিশ্বাস বাড়িয়েছে টাইগারদের। আর সেই আত্নবিশ্বাস নিয়েই শান্তর নেতৃত্বে আজ টি-২০ তে মাঠে নেমেছে বাংলাদেশ দল । টস জিতেই ফিল্ডিং বেছে নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর অধিনায়কের এই সিদ্ধান্তর কেন টাই প্রমাণ করে দিচ্ছেন তার বোলাররা। বিশেষ করে শেখ মেহেদী হাসান এবং পেসার শরিফুল ইসলাম। এই দুই বোলারের তোপের মুখে মাত্র ১ রানেই ৩ উইকেট হারিয়ে বসেছে স্বাগতিক নিউজিল্যান্ড।
বোলিংয়ের শুরুতেই শেখ মেহেদী হাসানকে দিয়ে ওপেন করালেন অধিনায়ক শান্ত। তার আস্থার দারুণ প্রতিদান দিলেন মেহেদী। প্রথম ওভারের চতুর্থ বলেই টিম সেইফার্টকে বোল্ড করে দিলেন তিনি। ১ রানে প্রথম উইকেটের পতন ঘটলো।
দ্বিতীয় ওভার করতে আসেন শরিফুল ইসলাম। এই ওভারে ফিন অ্যালেন এবং গ্লেন ফিলিপসকে ফিরিয়ে দেন শরিফুল।
শুরুর ধাক্কা সামলে জুটি গড়ার চেষ্টায় ছিলেন ড্যারিল মিচেল ও মার্ক চ্যাপম্যান। কিন্তু টপ অর্ডার ব্যর্থতার দিনে দায়িত্ব নিতে পারেননি মিচেলও। এই অভিজ্ঞ ব্যাটারকে ফিরিয়েছেন মেহেদি। ইনিংসের পঞ্চম ওভারে বোল্ড হওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ১৫ বলে ১৪ রান।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড- ৮৯/৫ (১৪ ওভার)
বাংলাদেশ একাদশ-
সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, রনি তালুকদার, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।
নিউজিল্যান্ড একাদশ-
মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, বেন সিয়ার্স, টিম সেইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।