এশিয়া কাপ জিতে নগদ অর্থ পুরস্কার পাচ্ছেন যুবারা!
ছবি: সংগৃহীত
এতোদিন সিনিয়রদের পাশাপাশি যুবাদেরও এশিয়া কাপ অধরা ছিল। নারী ক্রিকেট ছাড়া জাতীয় দল ও অনূর্ধ্ব-১৯ পর্যায়ে এশীয় ক্রিকেটের শিরোপা জেতা হয়ে উঠেনি বাংলাদেশের। এবার যুবারা সে ‘সোনার হরিণ’ ঠিকই ঘরে নিয়ে এসেছে।
ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান আর আরব আমিরাতকে পেছনে ফেলে যুব এশিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
ট্রফি হাতে গত সোমবার বিকেলেই দুবাই থেকে দেশে ফিরে এসেছেন যুবারা। প্রথমবার এশীয় ক্রিকেটে সেরা হওয়ার মতো স্মরণীয় সাফল্যর পর তাৎক্ষণিকভাবে বিসিবির পক্ষ থেকে যুব দলের জন্য কোনো অর্থ পুরস্কার বা বোনাসের ঘোষণা আসেনি।
তবে ভেতরের খবর, যুব ক্রিকেটারদের জন্য বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন একটা বোনাস মানির ঘোষণা দিতে পারেন। মঙ্গলবার রাতে ঢাকা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে যুব দলকে নৈশভোজে আপ্যায়িত করে বিসিবি। রাতেই ওই অর্থ পুরস্কারের ঘোষণা দেওয়ার কথা বলে জানা গেছে।
জানা গেছে, গেম ডেভেলমেন্ট কমিটির পক্ষ থেকে বিসিবির কাছে যুব ক্রিকেটারদের জন্য অর্থ পুরস্কারের আবেদন করা হয়েছে। মাহফুজুর রহমান রাব্বি, আশিকুর রহমান শিবলি ও আরিফুল ইসলামদের হাতে উঠতে পারে সেই পুরস্কারের নগদ অর্থ।