বিপিএলের লোগোতে চমক দেখালো বিসিবি
ছবি: সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লীগের ১০ম আসর শুরু হতে যাচ্ছে ২০২৪ সালে । বাকি এখনা মাসখানেক সময়। তবে আনুষ্ঠানিকভাবে দিনক্ষণ ঠিক না হলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরই এবারের বিপিএলের আয়োজন হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শোনা যাচ্ছে টুর্নামেন্ট ১৯ কিংবা ২০ জানুয়ারি শুরু হওয়ার কথা । তবে বিপিএলের আমেজ এখন থেকেই আনার চেষ্টা করছে বিসিবি।
আজ যেমনটা ফেসবুকে রিকশার নকশা চিত্র ব্যবহার করে একটি পোস্টার বা কার্ড প্রকাশ করেছে বিসিবি । কদিন আগে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের ‘রিকশা ও রিকশাচিত্র’।
লোগোর দুই পাশে বাংলাদেশের রিকশাচিত্রের নকশা ফুটে উঠেছে। এমন নকশায় বিসিবি বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতিকেই ফুটিয়ে তুলেছে। আজ বিশেষ এই লোগো প্রকাশ করে তারা লিখেছে, ‘ক্রিকেট রোমাঞ্চের জন্য প্রস্তুত হন।’ ক্যাপশন দিয়েছে, ‘ক্রিকেটের জন্য প্রস্তুত হন দর্শকেরা। চূড়ান্তভাবে রোমাঞ্চকর ক্রিকেট উপভোগ করার সময় এখন।’ ধীরে ধীরে দেশের গর্বের বিষয়ের আরও কিছু প্রতিফলন বিসিবি দেখাতে চায় এবারের বিপিএলে।
২০১১ ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান যখন বাংলাদেশে হয়েছিল, তখনো রিকশা ব্যবহার করা হয়েছিল। একে একে ১৪ দলের অধিনায়ক রিকশায় তখন চড়ে বেড়িয়েছিলেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়া অনুষ্ঠানে।