নেতৃত্বের অভিষেকেই সেঞ্চুরি, ইতিহাস গড়লেন শান্ত
নাজমুল হোসেন শান্ত। ছবি: সংগৃহীত
সিলেট টেস্টে সফরকারী নিউজিল্যান্ড আজ বৃহস্পতিবার প্রথম ইনিংস শেষে ৭ রানের লিড পেলেও দিনশেষে সংহত অবস্থানে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে টানা দুই ওভারে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।
এরপর দলকে সামনের দিকে টেনে নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১৯২ বলে তিন অঙ্ক ছুঁয়েছেন নাজমুল হোসেন শান্ত। টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেকেই সেঞ্চুরি করলেন তিনি। যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম।
নিজেদের দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে শুরুতেই সাজঘরে ফেরেন জাকির হাসান। এমন সময়ে উইকেটে এসে দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত। তবে তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি মাহমুদুল হাসান জয়। ৮ রান করে সাজঘরে ফিরেছেন এই ওপেনার।
২৬ রানে দুই উইকেট হারানোর পর দলকে টেনে তোলেন শান্ত। তৃতীয় উইকেট জুটিতে মুমিনুলকে সঙ্গে নিয়ে ৯০ রানের জুটি গড়েন অধিনায়ক। ৪০ রান করে মুমিনুল ফিরলে ভাঙে সেই জুটি। ততক্ষণে অবশ্য আরেক প্রান্তে ব্যক্তিগত ফিফটি পূরণ করেছেন শান্ত।
এখানেই থেমে থাকেননি। অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট খেলতে নেমে ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিয়েছেন শান্ত। যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এর আগে কখনো কেউ করতে পারেনি।
শান্তর অপরাজিত সেঞ্চুরিতে তৃতিয় দিনটা নিজের করে নিয়েছে বাংলাদেশ। দিনশেষে ৩ উইকেট হারিয়ে ২১২ রান তুলেছে তারা। শান্ত অপরাজিত আছনে ১০৪ রান করে। অপর অপরাজিত ব্যাটার মুশফিকের সংগ্রহ ৪৩ রান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের লিড এখন ২০৫ রানের, হাতে আছে ৭ উইকেট।