বাফুফে লিগ কমিটি
পদত্যাগ করলেন কাজী সালাউদ্দিন
ছবি: সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন বাফুফে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) সভাপতি কাজী সালাউদ্দিন। দায়িত্ব গ্রহণের পর মাত্র ১ বছরের মাথায় এই কমিটি থেকে সরে দাঁড়ালেন তিনি। নতুন লিগ কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে বাফুফে সহ-সভাপতি ইমরুল হাসানকে ।
১২ বছর পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ছিলেন সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী। তিনি গত বছর দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় সালাউদ্দিন নিজেই দায়িত্ব নেন। এক বছর পর তিনি সেই পদ ছাড়লেন। নির্বাহী কমিটির সভায় অনুমোদন সাপেক্ষে সালাম মুর্শেদী থেকে দায়িত্ব নিয়েছিলেন তিনি। দায়িত্বে থাকাকালীন ১৩টি প্রিমিয়ার লিগ আয়োজন করেছেন সালাম।
পেশাদার লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েই পরিবর্তনের আভাস দিয়েছিলেন কাজী সালাউদ্দিন। বাফুফের প্রধান কর্তা জানিয়েছিলেন, বাংলাদেশের ফুটবলে দ্বি-স্তরের কমিটি নিয়ে আসবেন তিনি। জানিয়েছিলেন প্ল্যানিং কমিটি এবং কার্যকরী কমিটি, এই দুয়ের সমন্বয়ে পরিচালিত হবে পেশাদার লিগের কমিটি।