ম্যাক্সওয়েল ঝড়ে ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়ার অবিশ্বাস্য জয়
ছবি: সংগৃহীত
গ্লেন ম্যাক্সওয়েল যেন একটা আতঙ্কের নাম। ব্যাট হাতে ক্রিজে থাকা মানেই যেন সব অসম্ভবকে সম্ভব করার হাতিয়ার। বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে সেই অবিশ্বাস্য ইনিংসের পর থেকে নিজেকে এমনই উচ্চতায় নিয়ে গেছেন এই ব্যাটসম্যান।
বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ২০১ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলার পাশাপাশি দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গড়েন তিনি। আর সেই ফর্ম টি-টোয়েন্টিতেও ধরে রেখেছেন ম্যাক্সওয়েল।
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ম্যাক্সওয়েলর হার না মানা মারকুটে সেঞ্চুরিতে ভারতকে ৫ উইকেটে হারিয়েছে অজিরা। মঙ্গলবার (২৮ নভেম্বর) গুয়াহাটিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২২ রান সংগ্রহ করে ভারত। ৫৭ বলে অপরাজিত ১২৩ রান করেন রুতুরাজ গায়কোয়াড়।
২২৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে উড়ন্ত শুরু পায় অস্ট্রেলিয়া। ৪৭ রানের উদ্বোধনী জুটি গড়েন দুই ওপেনার ট্রাভিস হেড ও অ্যারন হাড্ডি। এরপর ক্রিজে এসে সুবিধা করতে পারেননি জশ ইংলিশ। তবে গ্লেন ম্যাক্সওয়েল ক্রিজে এসে পাল্টে দেন ম্য্যাচের চিত্র।
হেডকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন। তবে দলীয় ৬৬ রানে ১৮ বলে ৩৫ রান করে ফিরে যান হেড। এরপর মিডল অর্ডারে মার্কাস স্টোনিয়াস ২১ বলে ১৭ রানের ধীরগতির ইনিংস খেলে চাপ বাড়িয়েছেন। সেই চাপ সামলে দলকে জয়ের পথে আনেন ম্যাক্সওয়েল।
শেষ পর্যন্ত ৪৭ বলে করেছেন সেঞ্চুরি। ৪৮ বলে অপরাজিত ১০৪ রান করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি। এই জয়ে সিরিজ বাঁচিয়ে রাখলো অজিরা। ২-১ সিরিজে এগিয়ে আছে ভারত।