‘ঘরের ছেলে’ ঘরে ফেরায় উচ্ছ্বাসে ভাসছেন শাহরুখ খান
ছবি: সংগৃহীত
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট ফ্রাঞ্চাইজি আইপিএল। আগামী বছরের মার্চের শেষের দিকে অনুষ্ঠিত হবে আইপিএলের ১৭ তম আসর । এরই মধ্যে নিজের দল গোছাতে লেগে পড়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দুবারের শিরোপা জয়ী দল কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। গৌতম গম্ভীরের নেতৃত্ব শিরোপার স্বাদ পেয়েছিল কেকেআর। এরপর লখনউ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেছে বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার। এবার আবারও তাকে কলকাতায় ফিরিয়েছেন শাহরুখ। আসন্ন আইপিএলে কেকআরের মেন্টরের দায়িত্ব পালন করবেন তিনি।
Welcome back to the Fam, GautamGambhir! AmiKKR SRK GautamGambhir pic.twitter.com/Lsxa8EpF10
— KolkataKnightRiders (KKRiders) November 22, 2023
কেকেআরের তরফে অফিসিয়ালি গম্ভীরের নতুন দায়িত্বের কথা জানিয়ে দেওয়া হয়েছে। ‘ঘরের ছেলে’ ঘরে ফেরায় উচ্ছ্বাসে ভাসছেন কেকেআর মালিক শাহরুখ খান। তিনি বলেন, ‘গৌতম সবসময় আমাদের পরিবারের অংশ ছিল। মেন্টর হিসেবে আমাদের ক্যাপ্টেন ঘরে ফিরে আসছে। ওকে খুব মিস করতাম। এখন চন্দু স্যার এবং গৌতমের যুগলবন্দির অপেক্ষায় আছি। যারা টিম কেকেআরের সঙ্গে ম্যাজিক তৈরি করবে।’
কলকাতায় ফেরায় পর এক আবেগঘন বার্তায় গম্ভীর বলেন, ‘আমি একেবারেই ইমোশনাল (আবেগপ্রবণ) লোক নই। খুব বেশি জিনিসে আমি প্রভাবিত হই না। কিন্তু এটা আলাদা বিষয়। যেখানে সবকিছুর সূত্রপাত হয়েছিল, সেখানেই ফিরে যাওয়া হচ্ছে। আবারও ওই বেগুনি এবং সোনালি জার্সি পরার কথা ভেবে আমার হৃদয়ে আগুন জ্বলছে। আমি শুধুমাত্র কেকেআরে ফিরে আসছি না। আমি সিটি অব জয়ে (কলকাতা) ফিরে আসছি। আমি ফিরে এসেছি। আমি ক্ষুধার্ত। আমি নম্বর ২৩ (কেকেআরে যে জার্সি পরতেন)। আমি কেকেআর।’