শচিনের শহরেই শচিনের রেকর্ড ভাঙলেন কোহলি
ছবি:সংগৃহীত
ক্রিকেট রানের খেলা, আর সেই রানকে যিনি নতুন নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন তিনি শচিন। শচিনকে আদর্শ মেনেই ক্রিকেট শুরু করেছিলেন দিল্লীর ছেলে বিরাট কোহলি। বয়সভিত্তিক সব পর্যায় পেরিয়ে এসেছেন ভারতীয় ক্রিকেটের বড় মঞ্চে। তারপর একদিন বলা হলো, এই ছেলে শচিনের মত খেলে। নামের পাশে শচিনের সঙ্গে তুলনায় পথ ভোলেননি বিরাট। খেলে গেলেন এক যুগের বেশি সময়। আর আজ সেই শচিনের শহরেই ভাঙলেন তারই রেকর্ড।
বিরাট কোহলি এখন ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক। মুম্বাইয়ে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে করলেন নিজের ৫০তম সেঞ্চুরি।
শচীন টেন্ডুলকারের ৪৯তম শতকের রেকর্ড ছুঁয়েছেন কিছুদিন আগেই। এবার তাকে টপকে ওয়ানডেতে সবচেয়ে বেশি শতকের মালিক হলেন বিরাট কোহলি।
বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের ৫০তম সেঞ্চুরি হাঁকালেন বিরাট। ওয়ানডে ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে এই রেকর্ড গড়লেন তিনি।
এ ছাড়া এক বিশ্বকাপে শচীনের সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দিলেন কোহলি, সেটিও টেন্ডুলকারের ঘরের মাঠ ওয়াংখেড়েতে।
২০০৩ সালে ফাইনাল খেলেছিল ভারত, টেন্ডুলকার সে টুর্নামেন্টে করেছিলেন ৬৭৩ রান। একটি শতকের সঙ্গে ৬টি অর্ধশতক ছিল টেন্ডুলকারের।
এবারের বিশ্বকাপে কোহলি তিনটি শতকের সঙ্গে এখন পর্যন্ত করেছেন ছয়টি অর্ধশতক।