বিশ্বকাপে ৭ ম্যাচ হারলেও দুই কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ
ছবি: সংগৃহীত
বিশ্বকাপের চলমান আসরে নয়টি ম্যাচের মধ্যে সাতটিতে হেরেছে টাইগার বাহিনী। এর ফলে শেষ হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। হারতে হয়েছে নেদারল্যান্ডসের মতো দলের কাছেও। সবশেষ অস্ট্রেলিয়ার কাছে হেরে বাড়ি ফিরেছে টাইগাররা।
এতকিছু হারানোর পরও সান্ত্বনা পুরস্কার হিসেবে কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ। ৯ ম্যাচে ২ জয়, সাফল্যের বিচারে চরম ব্যর্থতার বিশ্বকাপ। এরপরও বিশ্বকাপ থেকে প্রায় ২ কোটি টাকা পুরস্কার পাবে বাংলাদেশ ক্রিকেট দল।
বিশ্বকাপের বেশ আগে বাংলাদেশের প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে এক সাক্ষাৎকারে বলেন, যারা বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছেন, তারা যেন ঘুম থেকে জেগে ওঠেন। কিন্তু বিশ্বকাপ খেলতে গিয়ে তার বক্তব্য বদলে যায়, লঙ্কান এই কোচ সেমি-ফাইনাল স্বপ্নের কথা জানান। এমনকি টানা চার হারের পরও অধিনায়ক সাকিব আল হাসান শেষ চারে ওঠার ব্যাপারে আশার কথা জানান।
তেমন কিছু হয়নি, কেবল হেরেই গেছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতার বৃত্তে আটকে যাওয়া দলটি হেরে যাওয়া কোনো ম্যাচে সামান্যতম লড়াইও করতে পারেনি। দুই ম্যাচ বাকি থাকতেই সাকিব জানান, এটাই বাংলাদেশের স্মরণকালের সবচেয়ে বাজে বিশ্বকাপ।
টানা চার বিশ্বকাপে তিনটি করে ম্যাচ জেতা দলটির অবনমনে ক্রিকোরদের এটা স্বীকার করে নেওয়া ছাড়া উপায় কী! পারফরম্যান্সে প্রাপ্তির খাতা প্রায় খালিই বলা যায়। এমন বিশ্বকাপ মিশনের পরও অবশ্য অর্থযোগ হচ্ছে বাংলাদেশের, প্রায় ২ কোটি টাকা পাচ্ছে তারা।
প্রথম পর্ব থেকে বিদায় নেওয়া প্রতিটি দল পাবে ১ লাখ ডলার করে। প্রতিটি ম্যাচের জন্য পুরস্কার ৪০ হাজার ডলার। প্রথম পর্বে অংশ নেওয়ার এক লাখ ও দুটি জয়ের জন্য ৮০ হাজার; সব মিলিয়ে ১ লাখ ৮০ হাজার ডলার পাবেন সাকিব-মুশফিকরা। বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ৯৭ লাখ ৭৩ হাজার টাকা।
এবারের বিশ্বকাপের মোট প্রাইজমানি ১ কোটি ডলার। চ্যাম্পিয়ন দল পাবে ৪০ লাখ ডলার (প্রায় ৪৫ কোটি টাকা), রানার্সআপ পাবে ২০ লাখ ডলার (প্রায় ২৩ কোটি টাকা)। সেমি-ফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দল পাবে আট লাখ ডলার করে (প্রায় ১০ কোটি টাকা)।