বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ | ৭ কার্তিক ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ইনজুরি নিয়েও ডাবল সেঞ্চুরি, প্রশংসায় ভাসছেন ম্যাক্সওয়েল

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে অবিশ্বাস্য ব্যাটিংয়ের জন্য প্রশংসার জোয়ারে ভাসছেন গ্লেন ম্যাক্সওয়েল। ৯১ রানে ৭ উইকেট হারিয়ে জয়টা যখন হাতছাড়া হওয়ার পথে, ঠিক তখনই যেন শেষ থেকে শুরু করলেন ম্যাক্সি। মৃত্যুকূপের কিনারায় দাঁড়িয়ে ফিনিক্স পাখি হয়ে লিখলেন নতুন রূপকথা।

এদিকে পায়ে ক্র্যাম্প নিয়ে ব্যথায় কাতর হয়েও শেষ পর্যন্ত ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়েন এই ব্যাটার। তার এমন অবিশ্বাস্য ব্যাটিংয়ে সাবেক, বর্তমান ক্রিকেটারদের সবার মুখে যেন একটাই নাম ‘ম্যাক্সি’। ভারতীয় ব্যাটিং গ্রেট শচিন টেন্ডুলকার তো বলেই দিয়েছেন, তার দেখা সেরা ওয়ানডে ইনিংস এটি।

ম্যাক্সওয়েলের এমন ব্যাটিং নিয়ে নিজের ভাবনা এক্স-এ তুলে ধরেন টেন্ডুলকার, ‘ইব্রাহিম জাদরান অস্ট্রেলিয়ার বিপক্ষে অসাধারণ খেলেছে। তার ব্যাটের জোরে আফগানিস্তান স্কোর বোর্ডে বড় রান করতে পেরেছে। ম্যাচে ৭০ ওভার আফগানরা ভালো খেললেও, শেষের ২৫ ওভার গ্লেন ম্যাক্সওয়েল তাদের জেতার আর কোনো সুযোগ দেয়নি।’

এরপর ম্যাক্সওয়েলের প্রশংসা করে টেন্ডুলকার লেখেন, ‘ম্যাক্স প্রেসার থেকে ম্যাক্স পারফরম্যান্স। এটা আমার জীবনে দেখা সেরা একদিনের ম্যাচের ইনিংস।’

ম্যাক্সওয়েলের এই ইনিংসকে ওয়ানডে ইতিহাসের অন্যতম সেরা ইনিংস বলে স্বীকৃতি দিয়েছেন পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার। নিজের এক্স একাউন্ট থেকে তিনি লিখেছেন, ‘ম্যাক্সওয়েলের এমন মানসিক ও শারীরিক প্রতিভার সাক্ষী হতে পারাটা সম্মানের বিষয় ছিল। এটা ওয়ানডের সর্বকালের সেরা ইনিংসগুলোর একটি।’

ম্যাক্সওয়েলের ইনিংসটি ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠানের কাছে সারা জীবন মনে রাখার মতো। ইনস্টাগ্রামে লিখেছেন, ‘কিছু ম্যাচ জেতানো ইনিংস এমন যে, যা দেখার পর আপনি দাঁড়িয়ে করতালি বাজাবেন। ম্যাক্সওয়েলেরটি সারা জীবন মনে রাখার মতো একটি ইনিংস।’

ভারেতর সাবেক ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণের কাছে অবশ্য শুধু ওয়ানডেরই নয়, ক্রিকেট ইতিহাসের সেরা ইনিংসগুলোর একটি মনে হয়েছে। তিনি লিখেছেন, ‘ক্রিকেট মাঠের অন্যতম সেরা ব্যক্তিগত ইনিংসগুলোর একটি। কারও দেখা সর্বকালের সেরা ইনিংসগুলোর একটি। কখনো হার না মানার সেরা একটি শিক্ষা। টেইক আ বাউ ম্যাক্সওয়েল।’

সাবেক ভারতীয় ওপেনার বিরেন্দ্র শেবাগ তার প্রতিক্রিয়া জানিয়েছেন এভাবে, ‘রান তাড়া করতে গিয়ে ২০০ রান। সর্বকালের সেরা ওয়ানডে ইনিংস। যন্ত্রণার ভেতরেও ম্যাক্সওয়েল অটল ছিল। সারাজীবন মনে রাখার মতো একটি ইনিংস।’

ম্যাক্সওয়েলের ইনিংসটির প্রশংসা করতে ভুলেননি চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনও, ‘সর্বকালের সেরা ওয়ানডে ইনিংস। আপনি এটাকে যেকোনো সংস্করণের সর্বকালের সেরা ইনিংসও বলতে পারেন।’

Header Ad

আলোচিত সাবেক ইসি সচিব হেলাল উদ্দিন আটক

ইসি সচিব হেলাল উদ্দিন আটক। ছবি: সংগৃহীত

পুলিশ সাবেক নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলাল উদ্দিন আহমেদকে আটক করেছে। বুধবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম নগরের খুলশী থানার তুলাতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ৭টা) তিনি কোতোয়ালি থানা পুলিশের হেফাজতে রয়েছেন। চট্টগ্রাম কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফজলুল কাদের চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক ইসি সচিব হেলাল উদ্দিন আহমেদকে খুলশী এলাকা থেকে আটক করা হয়েছে।

পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রিকুইজিশনের মাধ্যমে তাকে আটক করা হয়েছে এবং বর্তমানে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।

উল্লেখযোগ্য যে, হেলাল উদ্দিন আহমেদের রোষাণলে পড়ে চাকরিচ্যুত হয়েছিলেন আলোচিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিন। অভিযোগ রয়েছে, ফ্যাসিবাদী সরকারের আমলে তিনি হেলাল উদ্দিনসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদকে অভিযোগ করেন।

হেলাল উদ্দিন আহমেদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশনের সচিবালয়ে কর্মরত ছিলেন। পরবর্তীতে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয় এবং সেখানে পদোন্নতি পেয়ে সিনিয়র সচিব হিসেবে অবসরে যান।

Header Ad

বিরামপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ছবি : ঢাকাপ্রকাশ

দিনাজপুরের বিরামপুরে বুধবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় অক্টোবর মাসের উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এতে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজিয়া নওরীন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রসুল রাখী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তাহেরা সুলতানা, বিরামপুর সরকারি কলেজের অধ‍্যক্ষ অদৈত‍্য কুমার অপু, বিরামপুর পাইলট উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, কলেজিয়েট উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, আদর্শ উচ্চ বিদ‍্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মকছেদ আলী, বিজিবি বিরামপুর বিশেষ ক‍্যাম্পের কমান্ডার মিজানুর রহমান, বিজিবি ভাইগড় ক‍্যাম্পের কমান্ডার আব্দুল আজিজ, মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জোতবানী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা, বন বিভাগের চরকাই রেঞ্জ কর্মকর্তা (অঃ দাঃ) খায়রুল আলম, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক শাহ্ আলম মন্ডল প্রমূখ।

Header Ad

ঘূর্ণিঝড় ‘দানা’: দেশের চার বন্দরের জন্য ঝুঁকি বেড়েছে

ছবি: সংগৃহীত

দেশের চারটি বন্দর বর্তমানে ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে ঝুঁকিতে রয়েছে। আবহাওয়া অধিদপ্তর বুধবার (২৩ অক্টোবর) দুপুরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে।

আবহাওয়াবিদদের মতে, ঘূর্ণিঝড় ‘দানা’ বর্তমানে ভারতের ওডিশার উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। এর প্রভাব পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা ও বরিশালের উপকূলীয় জেলা গুলোর বিভিন্ন এলাকায় পড়তে পারে। যদিও এটি কোথায় আঘাত হানবে, তা এখনও নিশ্চিত করে বলা সম্ভব হয়নি।

আজ দুপুরে আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্বমধ্য বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘দানা’ আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। বর্তমানে এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৬৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ৬০০ কিলোমিটার, মোংলা থেকে ৬৪০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৫৯৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এটি আরও শক্তিশালী হয়ে এগোতে পারে।

আবহাওয়ার বার্তায় বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোতে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি স্থানীয় সময় বেলা ১টায় ওডিশার প্যারাদ্বীপ থেকে ৫৩০ কিলোমিটার এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ৬০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। এ ঘূর্ণিঝড় প্রবল আকার ধারণ করার সম্ভাবনা রয়েছে, এবং আগামীকাল বৃহস্পতিবার রাত অথবা শুক্রবার সকালে এটি ওডিশার ভিতরকনিকা থেকে ধামারা বন্দর এলাকা অতিক্রম করতে পারে।

অতিক্রম করার সময় এর বাতাসের গতিবেগ ১০০ থেকে ১১০ কিলোমিটার হতে পারে, যা সর্বোচ্চ ১২০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। উল্লেখযোগ্য যে, ঘূর্ণিঝড়টি যে এলাকায় অতিক্রম করবে, সেই এলাকা থেকে বাংলাদেশের উপকূল ডান দিকে অবস্থিত। এ কারণে বাংলাদেশের উপকূলে এর প্রভাব অপেক্ষাকৃত বেশি থাকবে।

Header Ad

সর্বশেষ সংবাদ

আলোচিত সাবেক ইসি সচিব হেলাল উদ্দিন আটক
বিরামপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ঘূর্ণিঝড় ‘দানা’: দেশের চার বন্দরের জন্য ঝুঁকি বেড়েছে
হাসপাতালেও দাপ্তরিক কাজ সম্পাদন করছেন স্থানীয় সরকার উপদেষ্টা
সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
ঢাকায় আসছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল
সচিবালয়ে ঢুকে পড়া অর্ধশতাধিক শিক্ষার্থী আটক
দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন কিউই ব্যাটার
সরকারকে সন্দেহের চোখে দেখছে জনগণ: রিজভী
রোমানিয়া থেকে ৯ মাসে ২৬৮ বাংলাদেশিকে ফেরত
৩০ অক্টোবর হজ প্যাকেজ ঘোষণা করবে সরকার
রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
নেতানিয়াহুর বেডরুমে এবার হিজবুল্লাহর ড্রোনের আঘাত
ঢাবিতে কালো মুখোশ পরে ছাত্রলীগের ঝটিকা মিছিল
কথা দিচ্ছি ‘কেজিএফ থ্রি’ অবশ্যই হবে: যশ
১১ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
দেশে নতুন করে কোনো সংকট তৈরি হোক সেটা চায় না বিএনপি: নজরুল ইসলাম
যেভাবে পাঁচ ব্যাংকের হাজার কোটি টাকা আত্মসাত করেছে বেক্সিমকো
ইমার্জিং এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে হেরে বাংলাদেশের বিদায়
হিজবুল্লাহর সম্ভাব্য উত্তরসূরিকে হত্যার তথ্য নিশ্চিত করল ইসরায়েল