শ্রীলঙ্কাকে ৩৫৮ রানের বড় টার্গেট দিলো ভারত
ছবি সংগৃহীত
বিশ্বকাপের চলতি আসরে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করতে শ্রীলঙ্কাকে ৩৫৮ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে স্বাগতিক ভারত। বৃহস্পতিবার (২ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৫৭ রান সংগ্রহ করে ভারত। ভারতের হয়ে ওপেনার শুভমান গিল সর্বোচ্চ ৯২ রান করেন।
মুম্বাইয়ের ব্যাটিং স্বর্গে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কা। প্রথম বলে চার মেরে ইনিংস শুরু করেন রোহিত। পরের বলেই ভারতীয় অধিনায়কের স্টাম্প উড়িয়ে দেন পেসার মাদুশঙ্কা। এরপর দ্বিতীয় উইকেটে ১৮৯ রানের বিশাল জুটি গড়েন বিরাট কোহলি ও শুভমান গিল। ১১টি চার ও ২টি ছক্কায় ৯২ রানে সাজঘরে ফেরেন গিল। মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারকে স্পর্শ করার সুযোগ ছিল কোহলির সামনে। ক্রিকেট ইশ্বরের ৪৯তম সেঞ্চুরি থেকে ১২ রান দূরে থাকতেই আউট হন তিনি।
এদিকে কোহলি-গিল সাজঘরে ফিরলে খুব দ্রুতই ৬০ রানের জুটি গড়েন আইয়ার ও রাহুল। ২১ রানে আউট হন ভারতীয় উইকেটকিপার। আরেক প্রান্তে ওয়াংখেড়ে ঝড় তোলেন আইয়ার। মাত্র ৫৬ বলে ৩ চার ও ৬ ছক্কায় ৮২ রানের টর্নেডো ইনিংস উপহার দেন ভারতীয় এই ব্যাটার। শেষ দিকে অলরাউন্ডার জাদেজার ঝোড়ো ব্যাটিংয়ে ৭ উইকেটে ৩৫৭ রানে থামে ভারত। জাদেজা ৩৫ রান করেন। ৮০ রানে ৫ উইকেট শিকার করেন লঙ্কান পেসার দিলশান মাদুশঙ্কা।