শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের প্রথম পদক জয়
বাংলাদেশের মেয়েদের জয় । ছবি :সংগৃহিত
এশিয়ান গেমসের সেমিতে ভারতের কাছে হারের পর সোনার পদক জেতার স্বপ্ন ভেস্তে গিয়েছিল আগেই। শেষ সুযোগ ছিল ব্রোঞ্জ জেতার। সেটাই কাজে লাগিয়েছে বাংলাদেশের মেয়েরা। শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতেছে লাল-সবুজ দল।
এশিয়ান গেমসের তৃতীয় দিনে পদক পেল বাংলাদেশ। হাংজুর জিজিয়াং বিশ্ববিদ্যালয় ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের উল্লাস। এশিয়ান গেমসে এই উল্লাসের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে আট বছর। ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে বাংলাদেশ কোনো পদক পায়নি। গত গেমসে অবশ্য ক্রিকেট ছিল না।
২০১০ ও ১৪ সালের এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ক্রিকেট দল রৌপ্য পেয়েছিল। দুই টুর্নামেন্টেই পাকিস্তানের বিপক্ষে হেরে স্বর্ণ হারিয়েছিল। এবার সেই পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ। বাংলাদেশ থেকে আগত কর্মকর্তারা প্রায় সবাই ব্রোঞ্জ জয়ের মুহূর্ত উদযাপন করতে এসেছেন।
খেলা শেষে মাঠে উপস্থিত হয়ে জ্যোতিদের অভিনন্দনে ভাসান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, শেফ দ্য মিশন একে সরকার, সাবেক তারকা ফুটবলার আবদুল গাফফার ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।
চীনের হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসের নারীদের ক্রিকেটে ৩য় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আগের ম্যাচে ভারতের বিপক্ষে টস জেতার পরেও আগে ব্যাট করার সিদ্ধান্তে অবাক হয়েছিলেন অনেকে। কিন্তু এদিন আর সেই ভুল করলেন না অধিনায়ক।
এদিন আগে ব্যাট করতে নামা পাকিস্তানের মেয়েদের মাত্র ৬৪ রানে আটকে দেয় বাংলাদেশ। যা তাড়া করতে নেমে ১৮.২ ওভারেই জয়ের দেখা পেয়ে যায় বাংলাদেশ।
জয়ের রাস্তাটা বল হাতেই সহজ করে ফেলে বাংলাদেশ। যার মূল কারিগর স্বর্ণা আক্তার। যিনি মাত্র ১৬ রান খরচায় নেন তিনটি উইকেট। বাকিরাও করেছেন দুর্দান্ত। সানজিদা আক্তার মেঘলা মাত্র ১১ রান খরচায় নেন দুটি উইকেট। এ ছাড়া সমান একটি করে নেন রাবেয়া খান, নাহিদা আক্তার ও মারুফা আক্তার।
মাত্র ৬৪ রান তাড়া করতে নেমে ভালো শুরুর আভাস দেন শামিমা সুলতানা ও সাথি রানি। তবে এই জুটি ভাঙে দলীয় ২৭ রানে শামীমার বিদায়ে। সাদিয়া ইকবালের বলে ১৩ রান করে সাজঘরে ফেরেন বাংলাদেশি ওপেনার। একই রানে গিয়ে থামলেন আরেক ওপেনার সাথি।
ওয়ান ডাউনে নামা সোবহানা মোস্তারি ও অধিনায়ক নিগার পারলেন না থিতু হতে। দুজনে বিদায় নেন দ্রুত। টপ অর্ডারদের হারিয়ে কিছুটা ভয়ের শঙ্কা জাগলেও শেষ পর্যন্ত জয়ের বন্দরে নোঙ্গর ফেলতে পেরেছে বাংলাদেশ। ছোট লক্ষ্য হওয়ায় স্বর্ণা আক্তার ও রিতু মনি মিলে সহজেই বাকি কাজ সারেন। দলের হয়ে সর্বোচ্চ ১৭ রান আসে স্বর্ণার ব্যাট থেকেই।
এবারের এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক এটিই। বাংলাদেশ দল এবার সরাসরি খেলেছে কোয়ার্টার ফাইনালে। এরপর হংকংয়ের সঙ্গে সেই ম্যাচ পরিত্যাক্ত হওয়ায় বাছাইয়ে এগিয়ে সেমিতে যায় বাংলাদেশ। দেখানে ভারতের কাছে হেরে সোনা ও রোপ্য পদক জেতার সুযোগ হাতছাড়া করে লাল-সবুজের দল।