ভারতকে টি-টোয়েন্টি সিরিজ হারের লজ্জা দিল ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজের সিরিজ নিশ্চিত করেন শাই হোপ এবং ব্রেন্ডন কিং । ছবি: সংগৃহিত।
প্রথম দুই টি-টোয়েন্টিতে ভারতকে হারিয়ে সিরিজে এগিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। এর ফলে ভারতের সামনে ছিল ইতিহাস গড়ার সম্ভাবনা। প্রথম দুই ম্যাচে হেরেও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয়ের ইতিহাস। এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টির ১৮ বছরের ইতিহাসে এমন প্রত্যাবর্তন করতে পারেনি কোনো দল। ভারতও পারলো না। ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারলো ৩-২ ব্যবধানে। সেই সাথে ১৭ বছর পর পেল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ হারের লজ্জা।
সিরিজে দারুণ রোমাঞ্চ তৈরি হয়েছিলো। ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ এ সমতা বিরাজ করছিল। ফলে রবিবার রাতের পঞ্চম ও শেষ ম্যাচটি পরিণত হয়েছিল অঘোষিত ফাইনালে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার লডারহিলে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ৮ উইকেটে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের ১৬৫ রান তারা ছাড়িয়ে গেছে ১২ বল বাকি থাকতেই।
প্রথমে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ব্যাট করার যুক্তি হিসেবে দেখিয়েছিলেন, আগে ব্যাট করে নিজেদের চ্যালেঞ্জ করতে চান তারা। কিন্তু ফ্লোরিডার মাঠে দু’দিনের ব্যবধানে ভারতের শুরুটা হল দুই রকম।
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দলীয় ৬ রানের মাথায় যশস্বী জসওয়ালের বিদায়ে প্রথম ধাক্কা খায় ভারত। ৪ বলে ৫ রানের বেশি করতে পারেননি এই ব্যাটার। এরপর সুর্যকুমার যাদবকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন শুভমান গিল। তবে তাদের সেই চেষ্টাও সফল হয়নি। দলীয় ১৭ রানের মাথায় ৯ বল থেকে ৯ রান করে ফেরেন শুভমান।
দুই ওপেনারকে হারিয়ে তখন কিছুটা চাপেই পড়ে গিয়েছিল ভারত। সেই চাপ কাটিয়ে দেন সূর্যকুমার যাদব এবং তিলক বার্মা। তিলক ভার্মা ও যাদবের ব্যাটে ভর করে চাপ সামাল দেয় টিম ইন্ডিয়া। দলীয় ৬৬ রানের মাথায় ফেরেন ১৮ বলে ২৭ রান করা তিলক। এরপর সানজু স্যামসন ও সুর্যকুমার মিলে ফের জুটি গড়েন। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় ২০০ পেরোনো লক্ষ্য দাঁড় করাতে পারেনি ভারত। শেষমেশ ৯ উইকেট হারিয়ে স্কোবোর্ডে ১৬৫ রানের বেশি জড়ো করতে পারেনি সফরকারীরা।
জবাব দিতে নেমে ওপেনার ব্রেন্ডন কিংয়ের ঝোড়ো ব্যাটিংয়ের সঙ্গে যোগ হয় নিকোলাস পুরানের ৩৫ বলে ৪৭ রানের ইনিংস যোগ হলে ১৮ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। ছক্কা মেরে ক্যারিবীয়দের জয় এনে দিলেন শাই হোপ।
আর এ জয়ে ২০১৭ সালের পর প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজ জেতে টানা দুটি সিরিজ । গত মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিবিয়ানরা জিতেছিল ২-১ ব্যবধানে।