রাহুলের চোটে কপাল খুলল কিশানের
চোটে পড়েছেন লোকেশ রাহুল। সার্জারির পর পুনর্বাসন প্রক্রিয়ায় যেতে হবে এই টপ-অর্ডার ব্যাটারকে। তার চোটে ইশান কিশানের কপাল খুলল। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনালের জন্য ভারত দলে রাহুলের বিকল্প হিসেবে ডাক পেয়েছেন এই কিপার-ব্যাটার।
ভারতের ডব্লিউটিসি দলে চোটাক্রান্তদের তালিকায় রাহুলই একমাত্র নন। পেসার উমেশ যাদব এবং জয়দেব উনাদকাতও ইনজুরির কবলে পড়েছেন। তবে এখনো তাদের নাম কাটা পড়েনি। আগামী ৭ জুন লন্ডনের দ্য ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনাল খেলতে নামবে এশিয়ার দলটি।
এখনো সাদা জার্সিতে অভিষেক হয়নি কিশানের। জাতীয় দলের হয়ে খেলেছেন ১৪ ওয়ানডে ও ২৭ টি-টোয়েন্টি। ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি হাঁকানোর কীর্তি রয়েছে তার ঝুলিতে।
ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, কেএস ভারত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, উমেশ যাদব, জয়দেব উনাদকাত এবং ইশান কিশান।
এসজি