জীবনযুদ্ধে শচীনের ‘হাফ সেঞ্চুরি’
ইতিহাসের সেরা রানস্কোরার তিনি। সেঞ্চুরির ‘সেঞ্চুরি’ তার অনবদ্য কীর্তি। হাফ সেঞ্চুরিতে সেরাদের সেরা। সবখানেই তিনি অদ্বিতীয়। এক কথায়- জীবন্ত এক কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ক্রিকেটে যাকে ব্যাটিং ঈশ্বর মানা হয়, সেই লিটল মাস্টার জীবনযুদ্ধে হাঁকালেন ‘হাফ সেঞ্চুরি’।
আজ শচীনের ৫০তম জন্মদিন। ১৯৭৩ সালের এদিনে পৃথিবীর আলো দেখেন লিজেন্ডারি এই ক্রিকেটার, যার ব্যাটের আলোয় আলোকিত হয়েছে ক্রিকেট। দীর্ঘ ২ যুগের বর্ণাঢ্য ক্যারিয়ার তার। ভারতের প্রতিনিধিত্ব করেছেন ২০০ টেস্ট, ৪৬৩ ওয়ানডে এবং ১ টি-টোয়েন্টিতে।
ভারতীয় লিজেন্ড খেলেছেন ৬ বিশ্বকাপ। ২০১১ সালে পেয়েছেন বিশ্বকাপ জয়ের স্বাদ। ১৯৮৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত ১০০ সেঞ্চুরি এবং ১৬৪ হাফসেঞ্চুরিতে তিনিই সর্বকালের সর্বশ্রেষ্ঠ। তার ঝুলিতে রয়েছে সর্বোচ্চ ৩৪ হাজার ৩৫৭ রান করার বিশ্বরেকর্ড।
টেস্ট ও ওয়ানডে, দুই ফরম্যাটেই অসংখ্য প্রথমে খোদাই করা শচীনের নাম। ক্রিকেটের লংগার ভার্সনে সর্বোচ্চ ১৫ হাজার ৯২১ রানের মালিক তিনি। হাঁকিয়েছেন সর্বোচ্চ ৫১টি সেঞ্চুরি। সংখ্যাটা আরও বাড়ত যদি টেস্ট ক্যারিয়ারে ১০ বার ৯০-এর ঘরে আউট না হতেন লিটল মাস্টার। এদিক থেকেও প্রথম তিনি।
লাল বলে কিংবদন্তি ব্যাটারের হাফ সেঞ্চুরি ১১৯টি। অন্য কেউ পৌঁছাতে পারেনি এই মাইলফলকে। সর্বোচ্চ চার (২ হাজারেরও বেশি) মারার রেকর্ডও তার দখলে। টেস্টে ১০, ১৩, ১৪ ও ১৫ হাজারের মাইলফলকে পৌঁছানো দ্রুততম ব্যাটার ৫১ বছরে পা ফেলা শচীন। সর্বোপরি ২০০ টেস্ট খেলা একমাত্র ক্রিকেটার তিনি।
শচীনের ওয়ানডে ক্যারিয়ারে স্থায়ীত্ব ছিল ২২ বছর ৯১ দিন। এই ফরম্যাটেই এটাই সবচেয়ে দীর্ঘতম ক্যারিয়ার। ইতিহাস সেরা ক্যারিয়ারে সর্বোচ্চ ৪৬৩টি ম্যাচ, দলের হয়ে টানা সর্বোচ্চ ১৮৫ ম্যাচ, সর্বোচ্চ ৬২ বার ম্যাচসেরা, সর্বোচ্চ ১৫ বার সিরিজ সেরা হওয়ার রেকর্ড কেবলই তার।
ওয়ানডেতে ১৩ থেমে ১৮ হাজার ক্লাবে পৌঁছানোর পথে প্রতিবারই দ্রুততম ক্রিকেটার শচীন। এই ফরম্যাটেও সর্বোচ্চ ২ হাজার ১৬টি চার হাঁকানোর রেকর্ড তার দখলে। সর্বোচ্চ সেঞ্চুরি (৪৯টি) ও হাফ সেঞ্চুরির (১৪৫টি) রেকর্ডও তার। এক বর্ষপঞ্চিকায় করেছেন সর্বোচ্চ সেঞ্চুরি।
৯৯, ১৯৯ এবং ২৯৯ রানে আউট হওয়ার দুর্ভাগ্যও কেবল শচীনের। ওয়ানডে ক্যারিয়ারে সর্বোচ্চ ১৮ বার কুপোকাত হয়েছে ‘নার্ভাস-নাইটি’তে। তার পারফরম্যান্সের ছাপ নেই কেবল টি-টোয়েন্টিতে। কারণ ভারতীয় লিজেন্ডের বিদায়ের লগ্নে উত্থান ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের।
জীবনযুদ্ধে হাফ সেঞ্চুরি হাঁকানো শচীন এখন ভাসছেন সবার প্রশংসায়। কিংবদন্তির বিশেষ দিনে সবাই মনে করিয়ে দিচ্ছে ক্রিকেটে তার বিশেষ মুহূর্ত। সিডনি ক্রিকেট গ্রাউন্ড (এসসিজি) দিয়েছে বিশেষ উপহার। এসসিজির কয়েকটি ফটকের নাম নামকরণ করা হয়েছে শচীন ও ব্রায়ান লারার নামে।
বিশেষ এই ঘোষণা দিতে শচীনের ৫০তম জন্মদিনটাকেই বেছে নিয়েছেন গ্রাউন্ড কর্তৃপক্ষ। ঐতিহ্যবাহীর স্টেডিয়ামে সফরকারী দলের ড্রেসিং রুমের পাশে থাকা মেম্বার্স প্যাভিলিয়ন থেকে নোবল-ব্র্যাডম্যান-ম্যাসেঞ্জার স্ট্যান্ডের মাঝামাঝি ফটকগুলোর নাম এখন ‘ব্রায়ান লারা-শচিন টেন্ডুলকার গেটস’।
এসএন