ড্রেসিংরুমের দ্বন্দ্ব বায়ার্নকে জাগিয়ে তুলতে পারে: গার্দিওলা
বায়ার্ন মিউনিখ শিবিরে লেগেছে গৃহযুদ্ধ। সাদিও মানে ও লেরয় সানের হাতাহাতিতে অস্থিরতা বিরাজমান আলিয়াঞ্জ অ্যারেনায়।
মৌসুমের শেষভাগে এমন দ্বন্দ্বে ক্লাবটির সর্বনাশ দেখছেন অনেকে। কিন্তু পেপ গার্দিওলা ভাবছেন ভিন্ন কিছু। ম্যানচেস্টার সিটি কোচের মতে, ড্রেসিংরুমের দ্বন্দ্ব বায়ার্নকে জাগিয়ে তুলতে পারে।
গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয় ম্যানসিটি ও বায়ার্ন। ইতিহাদ স্টেডিয়ামে জার্মান ক্লাবটি বিধ্বস্ত হয় ৩-০ গোলে। ওই হারের পরই ড্রেসিংরুমে কথা কাটাকাটি হয় মানে ও সানের। বাকবিতণ্ডার একপর্যায়ে সানেকে ঘুষি মারেন মানে।
অপরাধের শাস্তি পেয়েছেন মানে। শনিবার রাতে হফেইহেইমের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের ম্যাচে খেলার সুযোগ পাননি সেনেগাল ফরোয়ার্ড। তাকে গুণতে হয়েছে জরিমানা। তবে ঘরের মাঠে ম্যানসিটির বিপক্ষে ফিরতি লেগে খেলবেন মানে-এটা ইতিমধ্যে নিশ্চিত করেছেন বায়ার্ন কোচ থমাস টুখেল।
গার্দিওলা বলেছেন, ‘কখনো কখনো দলকে আরও একত্রিত করতে সংঘর্ষের প্রয়োজন হয়। এটি তাদের জন্য একটি দুর্বল পয়েন্ট নয়, এটি একটি শক্তিশালী পয়েন্ট। আমি সিটির পরিস্থিতি কল্পনা করতে পারি। বায়ার্ন মিউনিখের সেরা পারফরম্যান্স হবে বুধবার রাতে।’
ম্যানসিটি কোচ যোগ করেন, ‘আমরা অনেক ভালো কিছু করতে সক্ষম এবং তারাও এমনটা করতে সক্ষম। আমি এমন একটি দল চাই যারা ম্যাচ জিততে পারে। আমি জানি যে বায়ার্নের বিপক্ষে ম্যাচটা কেমন হতে পারে। আমরা যদি একটু নিষ্ক্রিয় হই, তাহলে আমাদের ভুগতে হবে।’
এমএমএ/