তৃতীয় দলের অপেক্ষায় রেলিগেশন লিগ
১২ দলের প্রিমিয়ার লিগ ক্রিকেটে শীর্ষ ছয় দল খেলে সুপার লিগ। পয়েন্ট টেবিলের নিচের দিকের ৩ দল খেলে রেলিগেশন লিগ। মাঝের ৩ দল থাকে অনেকটা নিরপেক্ষ। সুপার লিগের ছয় দলের পাঁচ দল চুড়ান্ত হয়ে গেছে। বাকি একটি স্থানের নিষ্পত্তি হবে আজ রবিবার (১৬ এপ্রিল) থেকে শুরু হওয়া শেষ বা এগারতম রাউন্ডে। এই রাউন্ডেই একইভাবে পাওয়া যাবে রেলিগেশন লিগ খেলবে কারা কারা। ইতিমধ্যে নবাগতত ঢাকা লিওপার্ডস ও শাইন পুকুর ক্রিকেট ক্লাব রেলিগেশন লিগ খেলা নিশ্চিত হয়ে গেছে। তাদের সঙ্গি হবে বাকি কোন দল তা পাওয়া যাবে শেষ রাউন্ডের লড়াইয়ে। এই দুই স্থানের জন্য হুমখির মুখে আছে দুইটি দল। ৬ পয়েন্ট নিয়ে আরেক নবাগত অগ্রনী ব্যাংক এবং ৭ পয়েন্ট নিয়ে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।
ঢাকা লিওপার্ডস শেষ রাউন্ডের ম্যাচ খেলবে মোহামেডানের বিপক্ষে। দুই দলের জন্যই ম্যচটি অনেকটা নিয়ম রক্ষার। আগের রাউন্ডে সুপার লিগ নিশ্চিত করা মোহামেডান নেই শিরোপার লড়াইয়ে। তাদের পয়েন্ট ১১। জিতলে তাদের পয়েন্ট ভারী হবে। তবে লিওপার্ডস জিতলে রেলিগেশন লিগ এড়াতে না পারলেও পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান কিছুটা ভারী করে রেলিগেশন লিগ খেলতে নামবে। এই জয় তাদের লিগে টিকে থাকার জন্য অনেক বড় সহায়তা করবে।
শাইন পুকুর খেলবে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে। সুপার লিগে যেতে গাজী গ্রুপকে এই ম্যাচ জিততেই হবে। আর শাইন পুকুর জিতলে তাদের পয়েন্ট হবে ৬। তখন তারাও পয়েন্ট টেবিলে ভালো একটা অবস্থান নিয়ে রেলিগেশন লিগ শুরু করবে। সে ক্ষেত্রে রেলিগেশন লিগে দুইটি ম্যাচ জিততে পারলে তারা টিকে যাবে।
অগ্রনী ব্যাংক যদি প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে জয়ী হয় আর রূপগঞ্জ টাইগার্স হেরে যায় ব্রাদার্স ইউনিয়নের কাছে, তখন অগ্রনী ব্যাংক চলে যাবে নিরপেক্ষ জোানে আর রূপগঞ্জ টাইগার্স খেলবে রেলিগেমণ লিগ। আবার অগ্রনী ব্যাংকও জয়ী হয় আবার রূপগঞ্জ টাইগার্সও জয়ী হয়, তখন রূপগঞ্জ নিরপেক্ষ জোনে চলে যাবে। অগ্রনী ব্যাংককে খেলতে হবে রেলিগেশন লিগ। জিতে রেলিগেশন লিগ খেললে অগ্রনী ব্যাংকের অবস্থান্ব মজবুত থাকবে সেখানে। সে ক্ষেত্রে তাদের প্রিমিয়ার বিভাগে টিকে থাকার সম্ভাবান প্রবল হবে। আর হেরে গিয়ে রেলিগেশন লিগ খেললে, তখন টিকে থাকার লড়াই জমে উঠবে তিন দলের!
এমপি/এএস