দলের জয়ে সেঞ্চুরিবঞ্চিত তাওহিদ হৃদয়
বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামালের কাছে পাত্তাই পায়নি প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ৭ উইকেটে ম্যাচ জিতেছে শেখ জামাল। এই জয়ে ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে নেট রান রেটে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে শেখ জামাল। সমান মাচে ১২ পয়েন্ট নিয়ে চারেই আছে প্রাইম ব্যাংক।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেএসপির ৩ নাম্বার মাঠে তাওহিদ হৃদয়ের অপরাজিত ৯৮ রানের ইনিংসের সঙ্গে সাইফ হাসানের ৭০ রান ও নুরুল হাসান সোহনের অপরাজিত ৪৪ রান ৪৬.৪ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে প্রাইম ব্যাংকের করা ৪৯.১ ওভারে ২৪৪ রান টপকে যেতে বড় ভূমিকা রাখে।
তাওহিদ হৃদয় সেঞ্চুরি পাননি দলের টার্গেট পূরণ হয়ে যাওয়ায়। টস হেরে ব্যাট করতে নেমে মুশফিকুর রহিমের ৭৭ রানের ইনিংসের সুবাদে ২৪৪ রান করে অলআউট হয় প্রাইম ব্যাংক। মুশফিক ছাড়া নাসির ৩৪, শাহদাত দিপু ৩৩ ও শেখ মেহেদি হাসান ৩০ রান করেন। এবাদত ৪১ রানে নেন ৪ উইকেট। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেখ জামাল ৪৮ রানে ২ উইকেট হারালেও পরে শুধু সাইফ হাসানের উইকেটই হারায়।
৪৮ রানে ২ উইকেট হারানার পর সাইফ ও তাওহিদ তৃতীয় উইকেট জুটিতে ৬৫ রান যোগ করেন। ৮০ বলে ৩ ছক্কা ও ৭ চারে ৭০ রান করে সাইফ করিম জানাতের বলে নাসিরের হাতে ধরা পড়ার পর তাওহিদ ও নুরুল জুটি বাধার পর আর কোনো উইকেট পড়তে দেননি। ৪৭তম ওভারে জয় আসার আগে তাওহিদের রান ছিল ৯৪। আর জয়ের জন্য প্রয়োজন ছিল ১১ রানের। রান সমান হওয়ার পর তাওহিদ স্ট্রাইক পান। রেজাউর রহমান রাজার করা বলে পুল করে মিড উইকেট দিয়ে বাউন্ডারি মেরে দলের জয় নিশ্চিত করেন। তার রান তখন ৯৮। ম্যাচসেরা পুরস্কারও পান তিনি। ১টি করে উইকেট নেন করিম জানাত, তাইজুল ও শেখ মেহেদি হাসান।
এমপি/এসজি