চেলসির সামনে ‘খোলা দরজা’ দেখছেন ল্যাম্পার্ড
সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগে ২-০ গোলের হার। তাতে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চ থেকে চেলসির বিদায় দেখছেন অনেকে। কিন্তু হাল ছাড়ছেন না ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। ইউরোপ সেরা টুর্নামেন্টে চেলসির সামনে ‘খোলা দরজা’ দেখছেন কোচ। ল্যাম্পার্ডের মতে, এখনও সবটাই নির্ভর করছে তার দলের ওপর।
রিয়াল মাদ্রিদের আঙিনায় কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে গতি ছিল ব্লুজদের খেলায়। দ্বিতীয়ার্ধে ১০ জনের দলে পরিণত হওয়ার পরও লড়াই চালিয়ে যায় অতিথিরা। কিন্তু স্প্যানিশ জায়ান্টদের শক্তির সঙ্গে পেরে ওঠেনি প্রিমিয়ার লিগ ক্লাবটি। ম্যাচে পার্থক্য গড়ে দেন করিম বেনজেমা ও মার্কো আসেনসিও।
টিকে থাকার লড়াইটা ঘরের মাঠে লড়বে চেলসি। স্টামফোর্ড ব্রিজে আগামী মঙ্গলবার রাতে ফিরতি লেগে আতিথেয়তা দেবে রিয়ালকে। ওই ম্যাচই শেষ ভরসা ল্যাম্পার্ডের, ‘রিয়াল মাদ্রিদের মতো একটি ভালো মানের দলের বিপক্ষে এটা একটি বড় চ্যালেঞ্জ। দরজা খোলা আছে এবং এটা আমাদের ওপর নির্ভর করছে।’
প্রথম লেগে শিষ্যদের হারের ব্যাখ্যায় চেলসি কোচ বলেন, ‘১১ জন নিয়ে আমরা ম্যাচে ছিলাম, আমাদের কিছু সুযোগ ছিল। আমি মনে করি আমরা আরও ভালো করতে পারতাম। আমরা আমাদের শক্তি আরও ভালোভাবে ব্যবহার করতে সক্ষম, বিশেষ করে উইং-ব্যাক পজিশনে। এগুলো নিয়ে আমাদের আরও কাজ করতে হবে।’
ল্যাম্পার্ড যোগ করেন, ‘বার্নাব্যুতে আমি সুযোগ দেখেছি যা পুরোপুরি কাজে লাগাতে পারিনি। প্রায় ৩০ মিনিট ১০ জন নিয়ে খেলেছি। তারপরও ম্যাচের শেষে ছেলেরা দারুণ গতিতে ছিল। যাইহোক, আমাদের নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে। শীর্ষ পর্যায়ের ম্যাচে বিশ্বাস না রাখলে সবকিছু আপনার পক্ষে যাবে না।’
টানা চার ম্যাচ গোলহীন চেলসি। ব্লুজদের ইতিহাসে ১৯৯৩ সালের পর এমন ঘটনা ঘটল প্রথমবার। কঠিন সময়ে ভক্তদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন ল্যাম্পার্ড, ‘আশা করছি ভক্তরা আস্থা রাখবে এবং আমাদের সমর্থন করবে। আগামী সপ্তাহটা ভিন্ন রকম হবে। আমরা ফেবারিট নই, কিন্তু যদি সুযোগ কাজে লাগাতে পারি তাহলে আমাদের সম্ভাবনা থাকবে।’
এমএমএ/