ম্যানসিটির দাপটে গার্দিওলার উৎকণ্ঠা দূর
বায়ার্ন মিউনিখ ম্যাচে ম্যানচেস্টার সিটির ডাগআউটে পেপ গার্দিওলার হুড়োহুড়ি দেখেছে সবাই। কিন্তু কী চলছিল তার মনে? এই প্রশ্নের উত্তর অজানা ছিল সবার। অজানা এই তথ্যের জানান দিলেন তিনি নিজেই। তাতে জানা গেল, ম্যানসিটির দাপটে দূর হয়েছে গার্দিওলার উৎকণ্ঠা।
চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে ম্যানসিটির মুখোমুখি হয় বায়ার্ন। গ্রুপপর্বে সব ম্যাচ জয়ের পর শেষ ষোলোতে তারকাঠাসা পিএসজিকে ডুবায় জার্মান জায়ান্টরা। মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে এই দলটিকেই কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ঘোল খাইয়েছে গার্দিওলার শিষ্যরা।
ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যানসিটি জিতেছে ৩-০ গোলে। প্রথমার্ধে স্বাগতিকদের এগিয়ে নেন রদ্রি। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান বের্নার্দো সিলভা ও আর্লিং হালান্ড। তিন গোলের বিপরীতে ম্যাচজুড়ে একের পর এক আক্রমণ সানিয়ে থমাস টুখেলের শিষ্যদের জীবন দুর্বিষহ করে তোলে সিটিজেনরা।
দলের এমন বিধ্বংসী পারফরম্যান্সের পর গার্দিওলার প্রতিক্রিয়া ছিল এমন, ‘আবেগে আমি শেষ হয়ে যাচ্ছিলাম। আমার বয়স আরও ১০ বছর বেড়ে গেছে। এমন একটি ম্যাচ খুব প্রয়োজন ছিল। এখন আমাকে বিশ্রাম নিতে হবে... ছেলেদের জন্য একটি দিন ছুটি। এরপর প্রিমিয়ার লিগে লেস্টার ম্যাচের প্রস্তুতি।’
এসজি