সিটি ক্লাবকে হারিয়ে সুপার লিগের লড়াইয়ে গাজী গ্রুপ
সিটি ক্লাবকে ৫ উইকেটে হারিয়ে সুপার লিগে যাওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। মঙ্গলবার (১১ এপ্রিল) শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সিটি ক্লাব টস হেরে ব্যাট করতে নেমে ৫০ ওভারের শেষ বলে ২১৪ রানে অলআউট হয়। গাজী গ্রুপ সেই রান তাড়া করে ৪৭ ওভারে ৫ উইকেটে ২১৫ রান করে। ৫০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন গাজী গ্রুপের সুমন খান। ৯ ম্যাচে গাজী গ্রুপের পয়েন্ট ৯। তারা আছে পয়েন্ট টেবিলের পাঁচে। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সিটি ক্লাবের অবস্থান নয়ে।
টস হেরে ব্যাট করতে নেমে সিটি ক্লাব সুমন খানের তোপে পড়ে। ঘটে ব্যাটিং বিপর্যয়ে। ৪০ রানে হারায় ৩ উইকেট। এরপর আসিফ আহমেদ রুবেল ৬০ ও আব্দুল্লাহ আল মামুন ৪৭, মইনুল ইসলাম ৩৭ ও মাজ আহমেদ সাদকাত ২৫ রান করলে দলের সংগ্রহ ২১৪ পর্যন্ত যায়। সুমন খান ৫০ রানে ৪ উইকেট নেওয়া ছাড়াও ২টি করে উইকেট নেন টিপু সুলতান ও এনামুল হক।
২১৪ রান অতিক্রম করার লক্ষ্যে গাজী গ্রুপ ওপেনার মেহেদি মারুফের ৬৬, অধিনায়ক আকবর আলীর ৫০ ও ফরহাদ হোসেনের ৪৮ রানে ভর করে ৪৭ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। এ ছাড়া হাবিবুর রহমান করেন ২১ রান। সিটি ক্লাবের মো. ইরফান হোসেন ২৮ রানে নেন ২ উইকেট।
এমপি/এসজি