তামিমদের সংক্ষিপ্ত ক্যাম্প সিলেটে
২০২৩ সাল আসার পর থেকেই টানা খেলার মাঝে আছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তা যেমন জাতীয় দলের, তেমনি জাতীয় দলের বাইরের ক্রিকেটাররাও। ভারতের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পরপরই নতুন বছর শুরু হয় বিপিএল দিয়ে।
বিপিএল শেষ হতে না হতেই চলে আসে ইংল্যান্ড। ইংল্যান্ড সিরিজ চলমান থাক অবস্থায় চলে আসে আয়ারল্যান্ড। এই দুই সিরিজ চলমান থাকা অবস্থায়ই শুরু হয় বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ও ঢাকা প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগ (ডিপিডিসিএল)।
ঢাকা প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগ চলমান। এই লিগে জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারেই খেলছেন। আবার এই লিগ শেষ না হতেই জাতীয় দল আবার আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ খেলতে যাবে ইংল্যান্ড।
টানা খেলার মাঝে থাকায় ইংল্যান্ড সফরের আগে জাতীয় দলের প্রস্তুতিকে তা খুব একটা গুরুত্ব দেওয়া হচ্ছে না বিসিবির পক্ষ থেকে। সর্বোচ্চ ২/৩ দিনের ক্যাম্প হতে পারে বলে আজ মিরপুরে সাংবাদিকদের জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি বলেন, ‘ভেরি শর্ট ক্যাম্প। যাওয়ার আগে সেখানে হয়তো ২-৩ দিনের ছোট ক্যাম্প হবে। ডেট সম্ভবত ২৬-২৭ (এপ্রিল) এর দিকে। এই রকম হবে।’
সংক্ষিপ্ত এই ক্যাম্প আবার হবে সিলেটে। সংক্ষিপ্ত ক্যাম্প করার ক্ষেত্রে সিলেটকে নেওয়ার কারণ প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের পছন্দে।
জালাল ইউনুস বলেন, ‘সিলেটের উইকেট স্পেশালি চিন্তা করে হেড কোচই এটা সিলেক্ট করেছে। সিলেট হলে ভালো। ঢাকা থেকে বাইরে হলে, সিলেট ভেন্যুটা সবচেয়ে ভালো। সেইজন্য ওই জায়গাটা সিলেক্ট করা হয়েছে।’
এমপি/এমএমএ/