অগ্রণী ব্যাংকের কাছে রূপগঞ্জ টাইগার্সের হার
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এখন একদিকে যেমন সুপার লিগে যাওযার সমীকরণ, তেমনি অপরদিকে আছে রেলিগেশন লিগ এড়ানোর সমীকরণও। সেই লড়াইয়ে আজ (১০ এপ্রিল) অগ্রণী ব্যাংক ৬ উইকেটে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে পরাজিত করেছে।
বিকেএসপির ৩ নাম্বার মাঠে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে রূপপঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ৭ উইকেটে ২৪৮ রান করে। অগ্রণী ব্যাংক সেই রান পাড়ি দেয় ৪৬.১ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫০ রান করে। ৯ ম্যাচে তৃতীয় জয় পেয়ে নবাগত অগ্রণী ব্যাংক ৬ পয়েন্ট নিয়ে রেলিগেশন লিগ এড়ানোর সম্ভাবনা তৈরি করেছে। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান দশম। অপরদিকে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ৭ পয়েন্ট নিয়ে সুপার লিগে যাওয়ার লড়াইয়ে কঠিন সমীকরণের মুখোমুখি হয়েছে। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ছয়ে।
রূপগঞ্জ টাইগার্সের ইনিংসে তিনটি হাফ সেঞ্চুরি থাকার পরও তাদের ইনিংস বড় হতে পারেনি। উদ্বোধনী জুটিতে ইমতিয়াজ (২৫) ও ইমরানুজ্জামান ৫৫ রান এনে দেওয়ার পর মুমিনুল আউট হয়ে যান ৩ রান করে। এরপর তৃতীয় উইকেট জুটিতে ইমরানুজ্জামান ও অধিনায়ক নাঈম ইসলাম ৮৯ রানের জুটি গড়েন। ইমরুনুজ্জামান ৯৫ বলে ৫ চারে এনামুলের বলে জাহিদ জাভেদের হাতে ধরা পড়ে বিদায় নেন। এরপর নাঈম ইসলাম ও অঙ্কিত দুইজনেই হাফ সেঞ্চুরি করলেও অন্য সব ব্যাটসম্যানরা কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। নাঈম ৮৩ বলে মাত্র ২ চারে ৬১ ও অঙ্কিত ৪৭ বলে ১ ছক্কা ও ৭ চারে ৫৬ রান করে আউট হন। এনামুল হক ৪৮ রানে নেন ৩ উইকেট। আবু হায়দার রনি ৫৪ রানে নেন ২ উইকেট।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাদমান ইসলাম ও মার্শাল আইয়ুবের ব্যাটেই অগ্রণী ব্যাংকের জয় নিশ্চিত হয়ে যায়। ৬৪ রানে ২ উইকেট হারানোর পর এই দুই ব্যাটসম্যান তৃতীয় উইকেট জুটিতে ২৬ ওভারে ১৫৪ রান এনে দেন। দুই জনেই নব্বইয়ের ঘরে গিয়ে সেঞ্চুরি বঞ্চিত হন। সাদমান ১৯৮ বলে ১ ছক্কা ও ৭ চারে ৯৩ রান করে রানআউট হয়ে যান। অধিনায়ক মার্শাল আইয়ুব ৯১ বলে ১০ চারে ৯৫ রান করে শামীমের বলে ইমরানুজ্জামানের হাতে ধরা পড়েন। কিন্তু দুইজনেই সেঞ্চুরি বঞ্চিত হলেও দলের জয়ের পথ সহজ করে দিয়ে যান। যে কারণে দুইজনেই আউট হওয়া পর জয়ের বাকি কাজটা সারতে তেমন কোনো সমস্যায় পড়তে হয়নি আজিম নাজির কাজি (অপরাজিত ১৯) ও মো. শামসুল ইসলাম অনিককে (অপরাজিত ১)। ১টি করে উইকেট নেন শামীম, নাসুম ও নাঈম হাসান। ম্যাচসেরা হন মার্শাল আইয়ুব।
এমপি/এসজি