মেসি-রোনালদোর স্তরে হালান্ড: গার্দিওলা
কুঁচকির চোটে মাঠে ফিরলেন আর্লিং হালান্ড। লড়াইয়ে ফিরেই করলেন জোড়া গোল। একটি হেডে, আরেকটি দৃষ্টিনন্দন বাইসাইকেল কিকে। প্রিয় শিষ্যের এমন প্রত্যাবর্তনে গলা ফাটালেন পেপ গার্দিওলা। ম্যানচেস্টা সিটি কোচের মতে, লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনালদোর স্তরে হালান্ড।
শনিবার (৮ এপ্রিল) রাতে সাউদাম্পটনের মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচে ৪-১ গোলে জিতে ম্যানসিটি। দলের প্রথম এবং তৃতীয় গোলটি করেন হালান্ড। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোলসংখ্যা ৪৪। এর মধ্যে ৩০ বার জালের দেখা পেয়েছেন প্রিমিয়ার লিগে।
প্রিমিয়ার লিগের খেলোয়াড় হিসেবে এক মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড যৌথভাবে হালান্ডের দখলে। এর আগে রুড ফন ২০০২-০৩ মৌসুমে এবং মোহাম্মদ সালাহ ২০১৭-১৮ মৌসুমে ৩০টি গোল করেছিলেন। যেহেতু এখনো চলতি মৌসুম হয়নি, তাই বলাই যায় যে দুজনের রেকর্ড ভাঙতে চলেছেন হালান্ড।
নরওয়ের গোলমেশিনের প্রশংসায় গার্দিওলা বলেছেন, ‘আমরা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির নৈপুণ্যে অবিশ্বাস্য দুটি দশক কাটিয়েছি, হালান্ডও সেই স্তরে আছে। আকাশে বল তুলে ঘাসে ফেলা সহজ নয়। তার এমন ক্ষমতা রয়েছে তা কল্পনাও করা যায় না।’
এমএমএ/