‘গার্ড অব অনার’ পেলেন আলিম দার
বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে আইসিসি এলিট প্যানেল থেকে বিদায় নিয়েছেন পাকিস্তানি আম্পায়ার আলিম দার। দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারের ইতি টানার দিন তিনি মাঠে দুই দলের কাছ থেকে পেয়েছেন ‘গার্ড অব অনার’। পরে পুরস্কার বিতরণী মঞ্চে বিসিবির পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারকও তুলে দেওয়া হয়।
৫৪ বছর বয়সী আলিম দার আইসিসির এলিট প্যানেল থেকে বিদায় নিলেও আন্তর্জাতিক অঙ্গনে আম্পায়ারিং চালিয়ে যাবেন। তিনি আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে কাজ শুরু করেন ২০০০ সালে। তার প্রথম ম্যাচ ছিল পাকিস্তান ও শ্রীলঙ্কার। আইসিসিরি এলিট প্যানেলে যোগ দেন ২০০৪ সালে। তার আগে ২০০২ সালে তিনি আইসিসির ইন্টারন্যাশনাল প্যানেলে যোগ দেন।
আলিম দার তার দীর্ঘ আম্পায়ারিং ক্যারিয়ারে ২০০৬ আইসিসি ট্রফি ফাইনাল, ২০০৭ ও ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল এবং ২০১০ ও ২০১২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল ম্যাচ পরিচালনা করেন। ২০০৯ সাল থেকে ২০১১ পর্যন্ত টানা তিন বছর তিনি আইসিসির বর্ষসেরা আম্পায়ার (ডেভিড শেফার্ড ট্রফি) নির্বাচিত হয়েছিলেন।
এমপি/এসজি