আইপিএল খেলতে চেয়েছিলেন সাকিব, কিন্তু...
আইপিএল খেলতে পারলে ভালো হতো কিন্তু না খেলায় মন খারাপ নেই সাকিব আল হাসানের। না খেলার পেছনে ব্যক্তিগত কারণ উল্লেখ করেন সাকিব। শুক্রবার (৭ এপ্রিল) মিরপুর টেস্টে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারানোর পর সংবাদ সম্মেলনে এসে সাকিব তার না যাওয়ার কারণ জানান এভাবেই।
গতবার আইপিএলে দল না পাওয়া সাকিবকে এবার কলকাতা নাইট রাইডার্স নিলামে দ্বিতীয় দফায় ফ্লোর প্রাইসে কিনে নিয়েছিল। সঙ্গে ছিলেন লিটন দাসও। তাকেও ফ্লোর প্রাইসে দলে ভিড়িয়েছিল কেকেআর।
অন্যান্যবার সাকিব জাতীয় দলে না খেলে আইপিএলের ছাড়পত্র পেতেন কিন্তু এবার আর পাননি। যদিও তিনি চেয়েছিলেন আয়াল্যান্ডের বিপক্ষে টেস্ট না খেলে আইপিএল খেলতে। পরে সাকিব এবারের আইপিএল থেকেই নিজের নাম প্রত্যাহার করে নেন। এই প্রত্যাহার করার পেছনে সংবাদমাধ্যমে খবর বের হয়েছিল কেকেআরের অনুরোধেই তিনি সরে গেছেন। তার পরিবর্তে পুরো মৌসুম পাওয়া যায় এমন খেলোয়াড়কেই তারা দলে নেবে। কিন্তু সাকিবের আজকের কোথায় তার বিন্দুমাত্র কোনো লেশ ছিল না।
তিনি বলেন, না (আইপিএল খেলা নিয়ে মন খারাপের বিষয়ে)। অবশ্যই ভালো একটা সুযোগ ছিল। বিশ্বকাপের বছর। ভারতে খেলা। যদি যেতে পারতাম, তাহলে ভালো হতো। কিন্তু ফ্যামিলি ইমারজেন্সি তো ফ্যামিলি ইমারজেন্সি।
আইপিএলে না খেলায় সাকিবের তখন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে মোহামেডানের হয়ে ম্যাচ খেলার সুযোগ তৈরি হয়। এ বিষয়ে সাকিবের কাছে জানতে চাওয়া হলে তিনি সরাসরি কোনো জবাব না দিয়ে বলেন, সময়ই বলে দেবে।
এমপি/এসজি