এক ফাইনাল মিস করে ১১ ফাইনালে তাকিয়ে জাভি
কোপা দেল রে শেষ বার্সেলোনার। তাদের পেছনে ফেলে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। এতে আক্ষেপের অন্ত নেই জাভি হার্নান্দেজের। তবে নিরাশ হচ্ছেন না বার্সা কোচ, উল্টো এক ফাইনাল মিস করে ১১ ফাইনালে তাকিয়ে জাভি।
লা লিগায় ২৭তম রাউন্ডের খেলা শেষে টেবিলের শীর্ষে বার্সা। দুইয়ে থাকা রিয়ালের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে কাতালান ক্লাবটি। তবুও লিগে অবশিষ্ট ১১ ম্যাচকে ১১ ফাইনাল হিসেবে দেখছেন জাভি, বিশেষ করে কোপা দেল রে’র সেমিফাইনালের ফিরতি লেগ শেষে।
সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগ ১-০ গোলে জিতেছিল বার্সা। সেই দলই ক্যাম্প ন্যুতে রিয়ালের কাছে ফিরতি লেগে বিধ্বস্ত হয় ৪-০ গোলে। তাদের কাছে এখন কেবল লা লিগা জয়ের সুযোগ রয়েছে। শেষ সুযোগটা হাতছাড়া করতে চান না জাভি, যার দল গত জানুয়ারিতে রিয়ালকে হারিয়ে জিতেছে স্প্যানিশ সুপার কাপ।
কোপা দেল রে’র মঞ্চে দলের বিদায়ঘণ্টা বাজার পর জাভি বলেছেন, ‘সুপার কাপের পর যদি আমরা লা লিগা জিততে পারি, তবে এটি একটি ভালো মৌসুম। (লিগে) ১১টি ফাইনাল বাকি আছে এবং আমাদের প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যেতে হবে।’
সেমির ফিরতি লেগে হারের প্রসঙ্গে বার্সা কোচ বলেন, ‘আমরা আশাহত। বার্সার একজন ভক্ত হিসেবে আমার ঘুমানো কঠিন হবে। প্রথমার্ধে আমরা ভালো ছিলাম, দ্বিতীয়ার্ধে তারা। আমাদের চাপে রেখেছিল। কোনো অজুহাত নেই।’
এসজি