ব্রাজিলকে হটিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
বিশ্বকাপ জয়েও ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতে পারেনি আর্জেন্টিনা। তবে সবশেষ ফিফা উইন্ডোতে জোড়া জয়োল্লাসে সেই আক্ষেপ ঘুচেছে লা আলবিসেলেস্তেদের। ব্রাজিলকে হটিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে বিশ্বচ্যাম্পিয়নরা। ৬ বছর পর তালিকার চূড়ায় উঠলেন লিওনেল মেসিরা।
বিশ্বজয়ের পর পানামা ম্যাচ দিয়ে মাঠে ফিরে লিওনেল স্কালোনির শিষ্যরা। জিতে ২-০ ব্যবধানে। এরপর দ্বিতীয় প্রীতি ম্যাচে কুরাকাওয়ের জালে ‘সেভেনআপ’ উৎসব (৭-০) করেন মেসিরা। গত মাসে আর্জেন্টিনার দুই জয়ের বিপরীতে একমাত্র প্রীতি ম্যাচে মরক্কোর কাছে ২-১ গোলে হারে ব্রাজিল।
ওই হারে র্যাঙ্কিংয়ে দুই ধাপ অবনমন হয়েছে সেলেসাওদের। শীর্ষস্থান থেকে তিন নাম্বারে নেমে গেছে সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ব্রাজিলের পয়েন্ট ১৮৩৪.২১। তাদের টপকে শীর্ষে উঠা আর্জেন্টিনার পয়েন্ট ১৮৪০.৯৩। দুই দলের মাঝে অর্থাৎ দ্বিতীয় স্থানে উন্নীত হয়েছে সবশেষ বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স (১৮৩৮.৪৫ পয়েন্ট)।
বিশ্বকাপ শিরোপা হারানোর পর ২০২৪ ইউরো বাছাই দিয়ে মাঠে ফিরে ফরাসিরা। কিলিয়ান এমবাপ্পের অধিনায়কত্বে বাছাই টুর্নামেন্টে ব্যাক-টু-ব্যাক জয় পায় তারা। অভিযান শুরু করে নেদারল্যান্ডসকে ৪-০ গোলে উড়িয়ে। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে আসে ১-০ গোলের ঘাম ঝরানো জয়।
র্যাঙ্কিংয়ে সেরা তিনে পরিবর্তন এলেও সেরা দশের বাকি স্থানগুলোতে পরিবর্তন আসেনি। চতুর্থ স্থানে রয়ে গেছে বেলজিয়াম এবং ইংল্যান্ড ধরে রেখেছে পঞ্চম স্থান। সেরা দশে পরের স্থানে রয়েছে যথাক্রমে নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, ইতালি, পর্তুগাল এবং স্পেন।
র্যাঙ্কিংয়ে ১০ থেকে ২০ এর মধ্যে পরিবর্তন মাত্র একটি। সেনেগাল উঠেছে ১৮ নাম্বারে। এক ধাপ অবনমনে পরের স্থানে অবস্থান করছে ডেনমার্ক। এদিকে, পরিবর্তন আসেনি বাংলাদেশের র্যাঙ্কিংয়ে। আগের মতোই ১৯২ নাম্বারে রয়েছে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।
এসজি