বিশ্বকাপ শেষ উইলিয়ামসনের!
বিশ্বকাপ শুরু হতে এখনো অনেক সময় বাকি। ভারতে ৬ অক্টোবর ভারতে মঞ্চস্থ হবে আইসিসি ইভেন্ট। আপাতত দেশটিতে চলছে আইপিএল। টি-টোয়েন্টি লিগটিকে খেলতে গিয়ে গুরুতর চোট বাঁধিয়েছেন কেন উইলিয়ামসন। তাতে বিশ্বকাপ শেষ নিউজিল্যান্ড অধিনায়কের!
গত ৩১ মার্চ আইপিএলের উদ্বোধনী দিনে চোট পান উইলিয়ামসন। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ফিল্ডিংয়ে সময় আঘাত পেয়ে মাঠ ছাড়েন গুজরাট টাইটান্সের হয়ে খেলতে নামা কিউই অধিনায়ক। পরে স্ক্যানের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে তার হাঁটুর লিগামেন্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
নিউজিল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী তিন সপ্তাহের মধ্যে অস্ত্রোপচার করাতে হবে উইলিয়ামসন। পুনর্বাসনের অস্ত্রোপচারের ধকল কাটাতে লাগবে লম্বা সময়। এতে বিশ্বকাপের আগে তিনি হয়ত ফিট হতে পারবেন না এবং মিস করতে পারে টুর্নামেন্ট।
শঙ্কার মুখে হাল ছাড়ছেন না উইলিয়ামসন। দ্রুত মাঠে ফিরতে সবকিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। কিউই অধিনায়ক বলেছেন, ‘গত কয়েকদিন ধরে আমি দারুণ সর্মথন পেয়েছি। এজন্য গুজরাট টাইটান্স এবং নিউজিল্যান্ড ক্রিকেট, উভয়কে ধন্যবাদ জানাতে চাই আমি।’
উইলিয়ামসন বলেছেন, ‘স্বাভাবিকভাবেই চোট পাওয়া হতাশাজনক, কিন্তু আমার মনোযোগ এখন অস্ত্রোপচার এবং পুনর্বাসন শুরুর করার দিকে। এতে কিছুটা সময় লাগবে। তবে যতটা দ্রুত মাঠে ফিরতে আমি যা করতে পারি তার সবই করব।’
আরএ/