লো স্কোরিং ম্যাচে মোহামেডানের জয়
দুই দল মিলে খেলল ৯৮.৫। কিন্তু রান হলো মাত্র ৩০১ রান। এমনই লো স্কোরিং ম্যাচে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৩৯ রানে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সৌম্য সরকারের হাফ সেঞ্চুরির পর নাজমুল ইসলাম ও মুশফিক হাসানদের দুর্দান্ত বোলিংয়ে ব্যাক-টু-ব্যাক জয় পেয়েছে তারা।
সাকিব আল হাসানের উপস্থিতিতে ডিপিএলে জয়ের খাতা খুলে মোহামেডান। আগের ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে পরাস্ত করেছিল ২২ রানে। সাকিব আন্তর্জাতিক দায়িত্বে ফিরলেও পথ হারায়নি তার ক্লাব, উল্টো বুধবার (৫ এপ্রিল) অগ্রণী ব্যাংকের বিপক্ষে আগের চেয়ে বড় জয় তুলে নিয়েছে।
সাভারের ৪ নাম্বার গ্রাউন্ডে খুঁড়িয়ে খুঁড়িয়ে ৯ উইকেটে ২২০ রানের পুঁজি পায় মোহামেডান। জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা অগ্রণী ব্যাংকের ইনিংস ৪৮.২ ওভারে থামে ১৮১ রানে। মোহামেডানের হয়ে নাজমুল ও মুশফিক ৩টি করে এবং শুভাগত হোম ও জ্যাক লিন্টট ২টি করে উইকেট শিকার করেন।
অল্প পুঁজি নিয়ে বোলিংয়ে নামা মোহামেডানকে দুর্দান্ত শুরু উপহার দেন নাজমুল। প্রথম ওভারেই পর পর দুই ওভারে দুই উইকেট শিকার করেন তিনি। শুরুর সেই ধাক্কা আর সামলে নিতে পারেনি অগ্রণী ব্যাংক। তাদের হয়ে সর্বোচ্চ ৪৬ রান আসে শামসুল ইসলামের ব্যাট থেকে।
এর আগে, প্রথম ইনিংসে মোহামেডানের হাল ধরেন সৌম্য। ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ ও রনি তালুকদারদের ব্যর্থতার দিনে ৫৬ রানের ইনিংস খেলেন তিনি। চলতি ডিপিএলে এটাই তার প্রথম হাফসেঞ্চুরি, যা দারুণ অবদান রাখে মোহামেডানের জয়ে।
তবে ম্যাচসেরার পুরস্কার উঠেছেন নাজমুলের হাতে। কেননা, লো স্কোরিং ম্যাচে তার বিধ্বংসী শুরুতে মোহামেডানের জয়ের পথ প্রশস্ত হয়। টানা দুই জয়ে ৫ পয়েন্টে টেবিলে অষ্টম স্থানে আছে তারা। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ১০ নাম্বারে গিয়ে ঠেকেছে অগ্রণী ব্যাংক।
এসজি